বলিউডের কিং খানের বড় ছেলে তিনি, সেই সুবাদে ছোট থেকেই লাইমলাইটে থেকেছেন আরিয়ান খান। করণ জোহরের হাত ধরে খুদে আরিয়ানকে রুপোলি পর্দায় (কভি খুশি কভি গম) দেখেছিল দুনিয়া। তবে অভিনয় তাঁকে টানে না। ক্যামেরার পিছনে কাজে ছোট থেকেই আগ্রহ ছিল শাহরুখ-গৌরী পুত্রের। সেই মতোই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ হচ্ছে আরিয়ানের। নিজের প্রথম ওয়েব সিরিজ 'The Ba***ds of Bollywood' অ্য়ানাউন্সমেন্ট টিজার সামনে এনেছেন আরিয়ান। পরিচালক-লেখক আরিয়ানের সেখানে দেখা মিলেছে হিরোসুলভ অবতারে। এই সিরিজ নিয়ে চর্চার মাঝেই কি প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন আরিয়ানের চর্চিত প্রেমিকা?
বিদেশিনি লারিসা বোনসির সাথে আরিয়ানের প্রেমের আগুনে ঘি পড়ল এবার। আরিয়ানের আসন্ন ওয়েব সিরিজের জন্য বিশেষ বার্তা দিলেন লরিসা। ভিডিয়োতে আরিয়ানকে দেখে আসমুদ্র হিমাচলের মনে পড়েছে তরুণ শাহরুখ খানের কথা। স্মৃতির সরণি বেয়ে অনেকেই ফিরেছেন নব্বইয়ের দশকের শুরুর দিনগুলোতে।
আরিয়ানের সিরিজের ভিডিয়ো শেয়ার করে উল্লাস প্রকাশ করে লরিসা স্বীকার করেছেন যে তিনি আরিয়ানের জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত। রবিবার আরিয়ানের ওয়েব সিরিজের বিশেষ ভিডিয়ো সামনে এসেছে।
ভিডিয়োতে দেখা গিয়েছে আরিয়ান হেঁটে আসছেন এবং পরবর্তীতে শাহরুখের ছবি ‘মহব্বতে’র জনপ্রিয় সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’ আওড়ালেন তারকা পুত্র। টিজার প্রকাশের পরে, করণ জোহর এবং অনন্যা পান্ডে সহ বেশ কয়েকজন সেলিব্রিটি আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। লারিসা বোনসিও প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘অপ্রতিরোধ্য, অতুলনীয় এবং সত্যিই বিশ্বসেরা… আমি গর্বিত বললেও কম বলা হবে’।

আরিয়ান বা লারিসা কেউই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। ২০২৩ সালে একটি কনসার্টে অংশ নেওয়ার পর দুজনের ডেটিংয়ের গুঞ্জন শুরু হয়। রেডিটে একটি ইভেন্টে দুজনের অংশ নেওয়ার একটি ভিডিও পোস্ট করা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পরে দুজনের প্রেমের এই জল্পনা আরও তীব্র হয়। আরিয়ান খানের লেখা ও পরিচালিত এবং গৌরী খান প্রযোজিত নেটফ্লিক্স সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাহের বাম্বা ও লক্ষ্য লালভানি। এতে আরও অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি এবং গৌতমী কাপুর।
নেপোটিজম বিতর্ক পিছু ছাড়ে না আরিয়ানের। তবে তিনি বলবেন এক আউটসাইডারের গল্প। এই বছরের শেষের দিকে নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে এই সিরিজের, তবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।