সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি ‘স্পিরিট’ ছেড়ে বেরিয়ে এসেছেন দীপিকা পাড়ুকোন। দীপিকার ৮ ঘন্টা শিফটের কাজ করা নিয়ে আপত্তি ছিল পরিচালকের, অগত্যা ছবি ছেড়ে বেরিয়ে যান দীপিকা। তবে এই নিয়ে শোরগোল পড়ে যায় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে। দীপিকার হয়ে মন্তব্য প্রকাশ করেন অনেকেই।
এবার দীপিকার হয়ে কথা বললেন অভিনেত্রী রুবিনা দিলাইক। রুবিনা ছোট পর্দার একজন সুপরিচিত অভিনেত্রী। এছাড়া ‘বিগ বস ১৪’ বিজয়ী হয়েছিলেন তিনি। ‘ছোটি বাহু’ এবং ‘সাস বিনা শাশুরাল’ সহ একাধিক ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা এবার সরব হলেন দীপিকার ৮ ঘন্টা শিফটের কাজের বিষয়ে।
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম তখন কাজের জন্য প্রচুর কষ্ট করতে হত। এমনও সময় গিয়েছে যখন ইন্ডাস্ট্রিতে ১৭ ঘণ্টার বেশি কাজ করেছি আমি। তবে আমি চাই না এটা হোক।’
দিলাইক বলেন, ‘আমি যদি একজন প্রযোজক হই তাহলে আমি একদমই চাইবো না আমার দিনে যারা কাজ করছেন তাঁরা আট ঘণ্টার বেশি কাজ করুক। আমি এমন একটি ব্যবস্থা করব যাতে ৮ ঘণ্টার মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যায়।’
আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস
সবশেষে অভিনেত্রী বলেন, ‘একজন ব্যক্তি যদি একটি সময়ের মধ্যে কাজ করে তাহলে সেই কাজ অনেক বেশি ভালো হয়। তবে এক্ষেত্রে কাউকে আপনি জোর করতে পারেন। অনেকেই আছেন যেমন পুলিশ অফিসার, ট্রাফিক পুলিশ বা ডাক্তাররা ১৬ থেকে ১৮ ঘন্টার বেশি কাজ করেন।’
অভিনেত্রী বলেন, ‘আপনার যদি অতিরিক্ত সময় কাজ করতে কোনও সমস্যা না হয় তাহলে তা নিয়ে চর্চা হওয়ার কথা নয়। তবে যদি আপনি অতিরিক্ত সময় কাজ করেন আর আপনাকে যদি অর্থ প্রদান না দেওয়া হয় সেক্ষেত্রে ব্যাপারটা অবশ্যই নিন্দনীয়। তাই অতিরিক্ত কাজ করবেন কী করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার।’