বাংলা নিউজ > বায়োস্কোপ > Robert De Niro: ‘যতটা পারব ওর সঙ্গে…’, ৭৯-এ বাবা হওয়ার অভিজ্ঞতা কেমন, জানালেন হলিউড তারকা রবার্ট ডি নিরো
পরবর্তী খবর
Robert De Niro: ‘যতটা পারব ওর সঙ্গে…’, ৭৯-এ বাবা হওয়ার অভিজ্ঞতা কেমন, জানালেন হলিউড তারকা রবার্ট ডি নিরো
1 মিনিটে পড়ুন Updated: 30 Jan 2024, 10:48 AM ISTPriyanka Bose
Robert De Niro: ‘দ্য আইরিশম্যান’খ্যাত তারকা রবার্ট ডি নিরো সপ্তমবার বাবা হওয়ার পর অভিভাবকত্ব নিয়ে মুখ খুলেছেন। একরত্তি মেয়ের সঙ্গে কেমন সময় কাটাচ্ছেন?
মেয়ের সঙ্গে রবার্ট ডি নিরো
২০২৩ সালের মে মাসে সপ্তম সন্তানের বাবা হয়েছিলেন হলিউডের বিখ্যাত তারকা রবার্ট ডি নিরো। অভিনেতার বয়স তখন ৭৯ বছর। প্রেমিকা টিফানি চেনের সঙ্গে এক সন্তান হয় তাঁর।
আমেরিকান অ্যাসোসিয়েশন অফ রিটায়ার্ড পার্সনদের তিনি বলেছেন, ‘আমি যত চিন্তার মধ্যেই থাকি না কেন, ওকে দেখলে সব হাপিস হয়ে যায়। ও নিয়েই একটা বিষ্ময়। ও খুব মিষ্টি করে তোমার দিকে তাকিয়ে থাকে, তুমিও চিন্তাও করতে পারবে না… তাই আমি জানি না, ওর সঙ্গে কোথায় যাবো, ও যত বড় হচ্ছে সবকিছু দেখছে, খেয়াল রাখছে, বুঝতে শিখছে’।
মেয়ে গিয়া ভার্জিনিয়া চেন ডি নিরোকে নিয়ে আরও বলেছেন, ‘আপনারা জানেন আমি ৮০ বছরে এসে বাবা হয়েছি, দুর্দান্ত অনুভূতি। যতদিন পারব ওর পাশে থাকতে চাই। ওর সঙ্গে আনন্দ করতে চাই’।