আরজি কর নিয়ে উত্তাল গোটা রাজ্য রাজনীতি। সর্বত্র চলছে প্রতিবাদ। মিছিল। জমায়েত। আর এরই মাঝে এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে তুমুল সমালোচনার মুখে পড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়। বাদ গেলেন না ঋতুপর্ণা সেনগুপ্তও।
কী করেছেন তাঁরা?
১৪ অগস্ট রাত দখলের রাতে আওয়াজ ওঠে যাঁরা এদিন জমায়েতে আসতে পারবেন না তাঁরা বাড়ি থেকেই শঙ্খ বাজিয়ে সমর্থন জানাবেন। আর সেই কথা মতোই ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন শঙ্খ বাজাতে গিয়েই ট্রোল্ড হলেন। তবে শঙ্খ বাজানোর ধরন দেখে অনেকেরই জল খাওয়ার কথা মনে পড়েছে। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় পরিপাটি করে কাজল পরে এই বিষয়ে ভিডিয়ো করতে গিয়ে ট্রোল্ড হন। বাদ যায়নি ভিডিয়োতে তাঁর কেঁদে ফেলার কথাও। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়া ভাসছে মিমের বন্যায়। । কে কী বলছেন?
এদিন এক ব্যক্তি ঋতুপর্ণার শঙ্খ বাজানোর ক্লিপের সঙ্গে তাঁর এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শ্বশুর বাড়ি জিন্দাবাদ ছবির একটি গানের ক্লিপ জুড়ে ট্রোল করেছেন। কেউ আবার লিখেছেন, 'রাত জেগে শঙ্খ চুষে চুষে চোখের নিচে কালি পড়ে গেছে।' আরেকটি বিয়ার খাওয়ার ভিডিয়ো পোস্ট করে সেটার সঙ্গে শঙ্খের শব্দ জুড়ে দিয়েছেন এই গোটা বিষয়টাকে কটাক্ষ করার জন্য। ক্যাপশনে লেখেন, 'ঋতু পরিবর্তনের নমুনা।'
কেউ আবার রচনার কান্নার স্ক্রিনশট পোস্ট করে লেখেন, 'টক দই ভেবে, চুন খেয়ে নেওয়ার মতো expression! পরবর্তী মহানায়িকা।' কেউ আবার হেরা ফেরি ছবিতে অক্ষয়ের একটি সিনের কান্নার সঙ্গে রচনার কান্নাকে তুলনা করেছেন। কেউ আবার ঋতুপর্ণা এবং প্রসেনজিতের একটি ছবির ক্লিপ পোস্ট করে তাঁর শঙ্খ বাজানোকে কটাক্ষ করেছেন।
আরও পড়ুন: স্টার জলসা সত্যিই আসছে নতুন মেগা? 'জগদ্ধাত্রী' শেষ করে কীসের 'আহ্বান' জানাবেন 'জ্যাস' অঙ্কিতা?
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল, যদি তাঁর বিন্দুমাত্র নৈতিকতা এবং লজ্জাবোধ থাকত : মোহিত রণদীপ
কারও মতে সূর্যবংশী ছবিতে অমিতাভের থেকেও নাকি খারাপ অভিনয় করেছেন রচনা। এবং তাঁদের মতে সেই ছবিতে রচনাকে বিয়ে না করে উনি ঠিকই করেছেন।