বলিপাড়ায় রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজার সম্পর্ক সত্যিই সমীহ করার মতোই বটে। শুরুটা হয়েছিল সেই ২০০৩ সালে, 'তুঝে মেরি কসম' ছবির সেটে। যেটা কিনা ছিল রীতেশ ও জেনেলিয়া দুজনেরই ডেবিউ ফিল্ম। সেখান থেকে তাঁদের বন্ধুত্ব বদলে যায় ভালোবাসায়। ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা। দুই ছেলেকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা।
নাহ, তাঁদের এই ২০-২১ বছরের সম্পর্কে সেভাবে কখনও রীতেশ-জেনেলিয়ার ঝগড়া হয়েছে বলেও শোনা যায়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী রীতেশ দেশমুখকে নিয়ে বিশেষ কথা ফাঁস করলেন জেনেলিয়া।
আরও পড়ুন-সায়ন্ত অতীত, ‘বন্ধন’ শুভ্রজিতের সঙ্গে বাগদান সারলেন ‘মাধবীলতা’ প্রিয়াঙ্কা, আইনি বিয়েও হল?
শ্রেয়া গোধাওয়াতের ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেনেলিয়া বলেন, 'আমরা যখন একে অপরকে ডেট করছিলাম, তারই মাঝে এসেছিল একটা এপ্রিল ফুলের দিন। রীতেশ আমাকে একটি মেসেজ পাঠায় যে, আমাদের সম্পর্ক এখানেই শেষ হচ্ছে', আর এরপর ও দিব্য ঘুমোতেও চলে যায়। ও দেরি করে ঘুমতে যেত, আর আমি তাড়াতাড়ি ঘুমাতাম। রাত ১টার দিকে ও আমাকে এই মেসেজটা পাঠিয়েছিল ঘুমিয়ে পড়েছিল। আমি সেই মেসেজটা পড়ি আড়াইটের সময়। আমি তখন বিষণ্ণ। ভাবছি ‘কি ভুল হয়েছে? কেন এমন হল?’ সকাল ৯টা পর্যন্ত তীব্র মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছি।'
কিন্তু তারপর?
জেনেলিয়া বলেন, ‘সকালে আমায় রীতেশ মেসেজ পাঠাল, হাই, হোয়াটসআপ? কারণ, ও তখন জানে যে ও কী করেছে! এদিকে আমি ওকে বললাম, এমন করছে যেন কিছুই হয়নি! আমাদের কি আর কথা বলা উচিত? রীতেশ শুনে বলল কেন! কী ঘটেছে?' আর তখনই রীতেশকে রাতের মেসেজের কথা মনে করিয়ে দেন জেনেলিয়া। উত্তরে রীতেশ বলেন, 'ওটা তো এপ্রিল ফুল ছিল।' জেনেলিয়ার কথায়, ‘আমি তখন প্রচণ্ড রেগে বললাম, কেউ কি এমন রসিকতা করে!’
তবে স্বামী হিসাবে রীতেশ কেমন, এই প্রশ্নে জেনেলিয়া তাঁকে ফুল মার্কস দেন। জেনেলিয়ার কথায়, ‘ ওর মহিলা ও স্ত্রীর প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে। আমি যতবারই শুটিং করতে যাই, ও বাড়িতে থাকে। এক্কেবারে গৃহকর্মীর ভূমিকায়। ও কিন্তু এই কাজগুলো মর্যাদার সাথে এবং পরম গ্রহণযোগ্যতার সঙ্গেই করে। ও আমার সবটা ভাগ করে নেয়। এমন স্বামী পেয়ে সত্য়িই ভাগ্যবান।’