Ritabhari Chakraborty: হট অ্যান্ড বোল্ড কাউগার্ল লুকে ঋতাভরী, উন্মুক্ত বক্ষবিভাজিকার জন্য ট্রোলড টলি সুন্দরী Updated: 08 Jul 2023, 10:30 AM IST Subhasmita Kanji Ritabhari Chakraborty: সদ্যই ইংল্যান্ডের কান্ট্রি সাইডে বেড়াতে গিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। বিদেশেই মৈনাক ভৌমিকের নতুন ছবির শুটিং সেরে তিনি আপাতত একটু ছুটির মুডে। সেখানে তাঁকে সাদা গাউন পরে খোলা মাঠে ঘুরে বেড়াতে দেখা গেল।