
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আরজি কর আবহের মাঝেই সামনে এসেছে জাস্টিস হেমা কমিটির রিপোর্ট। যেখানে মালায়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা সামনে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেত্রীরা। এর মাঝেই অরিন্দম শীলের বিরুদ্ধে এক অভিনেত্রীর আনা যৌন হেনস্থার ঘটনায় ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড হয়েছেন পরিচালক।
তারপর থেকেই টলিপাড়া সরগরম মিটু নিয়ে। একে একে মুখ খুলেছেন অনেকেই। ঋতাভরী চক্রবর্তী তো সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্য়াগ করে হেমা কমিটির আদলে টলিউডেও একটি কমিটি গঠনের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়াও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নায়িকার সঙ্গে সেরেছেন বৈঠক। এর মাঝেই আসছে ঋতাভরীর নতুন ছবি ‘বহুরূপী’। দুর্গাপুজোয় মুক্তি পাবে উইন্ডোজ প্রোডাকশনের এই ছবি। সেখানে ফের একবার ঋতাভরীর নায়ক আবির। এই জুটিকে দর্শক আগেও দেখেছে ‘ফাটাফাটি’ ছবিতে।
দুজনের রসায়ন বরাবরই নজরকাড়া। অনস্ক্রিনে নয়, অফস্ক্রিনেও আবিরের সঙ্গে ঋতাভরীর কেমিস্ট্রি চোখ টানে। এদিন সহ-অভিনেতার দরাজ প্রশংসা করলেন নায়িকা। শুধু তাই নয়, ‘ফ্যামিলিম্যান’ আবিরের নামে ইন্ডাস্ট্রির অন্দরে যে কোনও রটনা নেই, তিনি যৌন হেনস্থা সংক্রান্ত কোনও মামলাতে জড়াবেন না তা সাফ জানিয়েদিলেন ঋতাভরী।
অভিনেত্রী বলেন, ‘ফাটাফাটির পর আমাদের অফ-স্ক্রিন কমফর্টজোনটা এমন জায়গায় চলে গেছে যে আমরা সিনে কিছু ইম্প্রোভাইজ করলে, যেটা আগে রিহার্সাল করিনি সেটা আমরা ধরে ফেলি। কারণ আমাদের টিউনিংটা খুব ভালো হয়ে গেছে।’ আজকের দিনে দাঁড়িয়ে নায়কের সঙ্গে এই কমফোর্ট জোনটা বড্ড জরুরি কিনা জানতে চাওয়া হলে ঋতাভরী সটান বলেন, ‘হ্যাঁ, হাতেগোনা তো কয়েকটা লোকই আছে যাদের নাম মিটু-তে আসবে না তাদের মধ্যে আবিরদা আছে।’ পাশে বসা আবিরের গালে তখন হালকা হাসির রেখা।
ফাটাফাটির পর দ্বিতীয়বার একসঙ্গে, এইবার কি বেশি সহজ ছিল কাজ করাটা? আবির জানালেন, ‘একসঙ্গে সহজ, একইসঙ্গে কঠিন। খুব সহজ হলে আমার মনে হয় না ও খুশি হত বা আমি আমিও খুশি হতাম। সেখানে নিজেকেও চ্যালেঞ্জ না করতে পারা হয়ে যাবে, সেটা অভিনেতা হিসাবে কেউ চায় না। তবে আমি বিশ্বাস করি পর্দায় অভিনয় সহ-অভিনেতার উপর অনেকখানি নির্ভর করে। আমি সেটা বিশ্বাস করি, সেই বোঝাপড়া বা কমফোর্ট জোনটা থাকলে অন্য কোনওদিকে তাকাতে হয় না। বোঝাপড়ার মধ্যে দিয়ে চললে আমরা পরস্পরের থেকে সাজেশন চাইতে পারি। সেটা খুব হেলথি রিলেশন।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports