রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধা কাপুরের সম্পর্ক দীর্ঘদিনের। দু'জনকে একসঙ্গে বহুবার দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রাহুলের সঙ্গে ছবি শেয়ার করেছেন শ্রদ্ধা নিজেই। সম্প্রতি শ্রদ্ধা ও রাহুলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁদের দুজনকেই গোপনে লেন্সবন্দি করা হয়েছিল। আর এবার এই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েন রবিনা ট্যান্ডন।
কিন্তু কী এমন আছে সেই ভিডিওতে?
ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে শ্রদ্ধা ও রাহুল একে অপরের কাছাকাছি বসে রয়েছেন। এছাড়া শ্রদ্ধার ফোনে থাকা রাহুলের ওয়ালপেপার ও তাঁর ছবিও দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, কোনও এক বিমানের কেবিন ক্রু মেম্বার নিজের ফোনে এই ভিডিও রেকর্ড করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কমেন্ট সেকশনে অভিনেত্রী রবিনা ট্যান্ডন মন্তব্য করেছেন, কারও গোপনীয়তা নষ্ট করা ঠিক নয়। ক্রুদের মেম্বারদের আগে এবিষয়ে জিগ্গেস করা উচিত। ক্রু সদস্যরা এটা করবেন বলে কেউ আশাও করেন না।
প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ সাল থেকেই দু'জনের (রাহুল ও শ্রদ্ধা) সম্পর্কের খবর আসতে শুরু করে। দু'জনকে বহু জায়গায় একসঙ্গে দেখা গেলেও শ্রদ্ধা কাপুর এবিষয়ে প্রকাশ্য়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে এক সাক্ষাৎকারে সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, 'আমি আমার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। আমি সিনেমা দেখতে, রাতের খাবার খেতে এবং তার সঙ্গে বেড়াতে যেতে পছন্দ করি। আমরা একসঙ্গে কোনও কাজ না করলেও একসঙ্গে অনেকটা সময় কাটাই।
কিন্তু কে এই রাহুল ?
রাহুল মোদী হলেন একজন চিত্রনাট্যকার। এছাড়া শ্রদ্ধা কাপুরের 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির গল্পের সহ-লেখকও ছিলেন তিনি। রাহুল লাভ রঞ্জনের অনেক ছবির গল্পও লিখেছেন, যার মধ্যে রয়েছে ‘প্যায়ার কা পাঞ্চনামা ২’ এবং ‘সোনু কে টিটু কি সুইটি’ মতো ছবির সঙ্গে জুড়ে রয়েছেন রাহুল মোদী।
যদিও-বেশকিছুদিন আগে জানা গিয়েছিল যে রাহুল ও শ্রদ্ধার নাকি ব্রেকআপও হয়ে গিয়েছে। দুজনেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন, তবে পরে শ্রদ্ধা রাহুলের সঙ্গে একটি ছবি শেয়ার করে এমন ব্রেকআপের গুঞ্জন বন্ধ করে দিয়েছেন।