হিন্দি টেলি অভিনেত্রী কবিতা কৌশিককে বেশ ভালো করেই চেনেন টেলি দর্শকরা। আবার তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগযোগ রেখে থাকেন তিনি। নিজের জীবন সম্পর্কিত আপডেট দিতে থাকেন। সম্প্রতি, অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন কবিতা কৌশিক। যার মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি কীভাবে নিজের আদরের পোষ্য (কুকুর) রাকাকে জলপ্রপাতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন।
ঠিক কী রয়েছে কবিতা কৌশিকের শেয়ার করা ভিডিয়োতে?
অভিনেত্রী একটি ভিডিওও শেয়ার করেছেন যেখানে তাঁর কুকুরকে জলের তীব্র স্রোতে আটকে পড়তে দেখা যায়। কবিতা বলেন যে রাকাকে বাঁচাতে তাঁকে জলপ্রপাতে ঝাঁপ দিতে হয়েছিল। আর এভাবে তিনি রাকাকে বাঁচিয়েছিলেন।
ভিডিওটি শেয়ার করার সময়, কবিতা তাঁর স্বামী রণিতকে জন্মদিনের জন্য অভিনন্দনও জানিয়েছেন। এবং নিজের কুকুরকে বাঁচানোর কথা ক্যাপশনে লিখেছেন। অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন রণিত, শুধু একটা কথা মনে করিয়ে দিচ্ছি যে জীবনে অ্যাডভেঞ্চার সর্বদা থাকবে! জন্মানোর জন্য এবং আমাদের হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। (ডিসক্লেমার) আমি খারাপ পরিস্থিতিতে চিৎকার করে কাউকে বলি না যেএকটি ভিডিও রেকর্ড করুন, সম্ভবত এটাই আমার শেষ ভিডিয়ো।'
অর্থাৎ রাকাকে বাঁচাতে তিনি কি কঠিন পদক্ষেপ করেছিলেন, তা তিনি রেকর্ড করে রাখেননি, সেকথাই বলতে চেয়েছেন কবিতা।
এই ভিডিওতে কবিতা এবং রণিতকে জলপ্রপাতের তীরে বিশ্রাম নিতে এবং ছবি তুলতে দেখা যায়। এদিকে তার পোষা কুকুর রাকা অন্য কুকুরদের তাড়া করতে গিয়ে জলে আটকে পড়ে। জলের প্রবাহ এত দ্রুত ছিল যে একটু দেরি হলেই হয়তো কুকুরটি ভেসে যেত। কবিতা তার রাকাকে জলের স্রোতে আটকা পড়তে দেখে নিজেই জলে ঝাঁপ দেন। এভাবেই নিজের কুকুর রাকার প্রাণ বাঁচিয়েছেন কবিতা।
সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে অভিনেত্রীকে ‘রিয়েল হিরো’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। কবিতা 'কাহানি ঘর ঘর কি', 'কুমকুম- এক পেয়ারা সা বন্ধন', 'সিআইডি'-র মতো টিভি শোতে কাজ করেছেন। ২০০৪ সালে 'এক হাসিনা থি' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। সম্প্রতি তাকে জুনেইদ খান এবং খুশি কাপুর অভিনীত লাভিয়াপ্পা ছবিতেও দেখা গেছে। তবে তিনি চিরকাল টেলিভিশনের জনপ্রিয় চরিত্র ‘চন্দ্রমুখী চৌটালা’ নামেই পরিচিত থাকবেন।