বাংলা নিউজ > বায়োস্কোপ > Rashmika-Vijay: প্রেমের মাসে মোটেই আংটি বদল হচ্ছে না! এখনই বাগদান নয় রশ্মিকা-বিজয়ের, দাবি রিপোর্টে
পরবর্তী খবর
Rashmika-Vijay: প্রেমের মাসে মোটেই আংটি বদল হচ্ছে না! এখনই বাগদান নয় রশ্মিকা-বিজয়ের, দাবি রিপোর্টে
1 মিনিটে পড়ুন Updated: 11 Jan 2024, 11:46 AM ISTSubhasmita Kanji
Rashmika-Vijay: এতদিন ধরে যে গুজব হাওয়ায় ভেসেছে সেটা পুরোপুরি মিথ্যে! বাগদান সারছেন না রশ্মিকা-বিজয়।
এখনই বাগদান নয় রশ্মিকা-বিজয়ের
বিগত কয়েকদিন ধরে জোর চর্চা চলছে যে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে নাকি বাগদান সারতে চলেছেন রশ্মিকা মন্দানা। কিন্তু দুঃখিত! এই খবরটা পুরোটাই গুজব বই কিছুই না। গত কয়েকদিন ধরে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছিল সেগুলো সঠিক নয়। হিন্দুস্তান টাইমস বিশেষ সূত্রের তরফে জানতে পেরেছে অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী রশ্মিকা মন্দানা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে এখনই বাগদান সারছেন না। অন্তত ফেব্রুয়ারি মাসে তো নয়ই।
বাগদান করছেন না রশ্মিকা এবং বিজয়
কিছুদিন আগে প্রথমে নিউজ ১৮ তেলুগুর তরফে জানানো হয় এই তারকা জুটি শীঘ্রই তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে আনতে চলেছেন। এই খবর সামনে আসার পরই হইচই পড়ে যায় বিজয় এবং রশ্মিকার ভক্তদের মধ্যে। তবে সূত্রের তরফে এই গুজব উড়িয়ে জানানো হয়েছে, 'এই খবরটা সর্বৈব মিথ্যা। ওদের বাগদান নিয়ে যে খবরটা প্রকাশ্যে এসেছে সেটা সঠিক নয়, ভুয়ো।'
তিনি রশ্মিকা এবং বিজয়ের বিষয়ে আরও ব্যাখ্যা করে বলেন, 'বিজয় এবং রশ্মিকা দুজনেই তাঁদের ব্যক্তিগত বিষয় গোপন রাখতেই ভালোবাসেন। আর তাঁদের যা ব্যক্তিত্ব বা পছন্দ তার সঙ্গে এই কথাটা একেবারেই খাপ খায় না।' বরং তিনি জানান, 'ওঁরা ওঁদের এই সম্পর্কটা নিয়ে ভীষণ খুশি। তবে এখনই ওঁরা বাগদানের বিষয় নিয়ে কিছু ভাবছে না। বর্তমানে দুজনেই তাঁদের কাজ নিয়ে ব্যস্ত।'
প্রসঙ্গত বহুদিন ধরেই একসঙ্গে আছেন রশ্মিকা এবং বিজয়। চুটিয়ে প্রেম করছেন তাঁরা। তবে এই বিষয়ে কখনই তাঁরা আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। তবে গত বছরের দিওয়ালি বিজয়ের হায়দরাবাদের বাড়িতেই কাটিয়েছিলেন অভিনেত্রী।