চলতি বছরের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেছে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের সন্তান। তার কিছুদিন পর মেয়ের নাম প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি, জানান মেয়ের নাম দুয়া রেখেছেন তাঁরা। এতদিন দুয়ার মুখ না দেখলেও এদিন একটি পাপারাৎজি ইভেন্টে মেয়ের মুখ দেখালেন রণবীর এবং দীপিকা।
মেয়ের মুখ দেখালেন রণবীর এবং দীপিকা
রণবীর এবং দীপিকা বাবা মা হওয়ার পর থেকেই তাঁদের মেয়ের মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তাঁদের অনুরাগীরা। এবার একজন পাপারাৎজি জানালেন এই তারকা দম্পতি তাঁদের মেয়ের দেখিয়েছেন, তবে কেবল পাপারাৎজিদের। সোমবার তাঁরা তাঁদের মেয়ের মুখ দেখান চিত্র সাংবাদিকদের। কিন্তু একই সঙ্গে তাঁদের অনুরোধ করেন যাতে তাঁরা ছবি না তোলেন একরত্তি।
আরও পড়ুন: ১৮ দিনেই বিশ্বজুড়ে ১৫০০ কোটি টপকে গেল আল্লু অর্জুনের ছবি! ভারতে কত আয় করল পুষ্পা ২?
আরও পড়ুন: ১২ জনের জুরিতে নজর কাড়লেন পরম, ফের সৃজিতের টিজারে ধামাকা, সত্যি বলে সত্যি কিছু নেই রিমেক?
জানা গিয়েছে এদিন রণবীর এবং দীপিকা তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন পাপারাৎজিদের। সেখানেই তাঁরা তাঁদের মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দেন সাংবাদিকদের। তবে মেয়ের ছবি তোলায় আপত্তি জানালেও এদিন তাঁরা জুটি বেঁধে পোজ দেন পাপারাৎজিদের জন্য। দীপিকা পাড়ুকোন এদিন একটি বেইজ গাউন পরেছিলেন। অন্যদিকে রণবীর সিংয়ের পরনে ছিল অফ হোয়াইট পোশাক।
এই তারকা যুগল বিয়ের এত বছর পরেও যেভাবে একে অন্যকে চোখে হারাচ্ছেন সেটা লক্ষ্যনীয়। এমনকি স্ত্রীর গালে প্রকাশ্যে চুমু খেতেও ভোলেননি অভিনেতা। এদিন এই ইভেন্টের কথা জানিয়ে পাপারাৎজি লেখেন, ‘বেবি দুয়াকে ভীষণ মিষ্টি লাগছিল। কারও নজর সরছিল না ওকে দেখে। ভীষণ মিষ্টি। নজর না লাগে।’
রণবীর এবং দীপিকার মেয়ের বিষয়ে
সম্প্রতি দিওয়ালির আমেজে দীপিকা পাড়ুকোন তাঁদের মেয়ের একটি ছবি ইনস্টাগ্রাম পোস্ট করেন। সেখানে খুদের মুখ দেখা যাচ্ছে না। কেবল পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। রয়েছে ভর্তি জরির কাজ। এই ছবি পোস্ট করে দীপিকা জানান তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন দুয়া। এই ঘোষণা করে অভিনেত্রী লেখেন, 'দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হল প্রার্থনা। আর ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তীর্ণ আমাদের মন কানায় কানায় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠেছে। দীপিকা এবং রণবীর।'
আরও পড়ুন: খাদানের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখালেন সৃজিত! তবুও দেব ম্যাজিকে ভেসে বললেন, 'এই ছবি জরুরি'
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে রণবীর এবং দীপিকা যৌথ ভাবে একটি পোস্ট করে জানান, 'ওয়েলকাম বেবি গার্ল।' সঙ্গে লিখে দেন তাঁর জন্মের দিন অর্থাৎ ৮.৯.২০২৪।