আরও একটা নতুন পালক যুক্ত হল রণবীর সিং ও আলিয়া ভাটের গলি বয় ছবির মুকুটে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বুসান ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিল এই ছবি। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল পরিচালক জোয়া আখতারের এই ছবি। তারপর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে এসেছে এই ছবি। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম সংস্করণে ডাক পেয়েছে গলি বয়। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্র উৎসব। চলতি বছর অক্টোবরে নির্দিষ্ট রয়েছে এই ছবি উত্সবের দিনক্ষণ,যদিও করোনা পরিস্থিতির জেরে সূচী পাল্টাতে পারে। বুসান চলচ্চিত্র উৎসবে ‘রিকুয়েস্ট সিনেমা স্ক্রিনিং’ বিভাগে জনতার ডিমান্ড মেনে প্রদর্শিত হতে চলেছে এই ছবি। এর আগে দক্ষিণ কোরিয়ারই অপর জনপ্রিয় ফিল্ম ফেস্টিভ্যাল বুচনে সেরা এশিয় ছবি হিসাবে নেটপ্যাক পুরস্কার জিতেছে রণবীর সিং ও আলিয়া ভাটের এই ছবি। উল্লেখ্য ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের আনুষ্ঠানিক প্রতিনিধি ছিল পরিচালক জোয়া আখতারের এই ছবি। যদিও অস্কারের দৌড় থেকে শুরুতেই ছিটকে যায় এই ছবি। মুম্বইয়ের ধারাভির বস্তির ছেলে মুরাদের স্বপ্ন উড়ানের গল্প বলে এই ছবি। কীভাবে এঁদো গলি থেকে দেশের অন্যতম সফল ব়্যাপার হয়ে উঠবে মুরাদ সেই ছবিই ধরা পড়েছে জোয়া আখতারের এই ছবিতে। রণবীর,আলিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী, কালকি কোয়েচলিন, বিজয় রাজ সহ আরও অনেকে।