কফি উইথ করণের সিজন ৮ এর প্রথম পর্বে এসে বোমা ফাটালেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তাঁরা তাঁদের সম্পর্কের নানা অজানা তথ্য এদিন তুলে ধরলেন। এমনকি তাঁদের বিয়ের ভিডিয়ো বিয়ের পাঁচ বছর পর এই মঞ্চে প্রকাশ্যে আনলেন রণবীর দীপিকা। সম্প্রচারের পর থেকেই চর্চার হটকেক হয়ে গিয়েছে এই পর্ব। এখানেই দীপিকা জানান তাঁরা এক সময় পর্যন্ত সিচুয়েশনশিপে ছিলেন
রণবীর-দীপিকা সিচুয়েশনশিপে ছিলেন?
যাঁরা জানেন না তাঁদের অবগতির জন্য আগে বলে দিই, সিচুয়েশনশিপ হল এমন একটা সম্পর্ক যা বন্ধুত্বের থেকে বেশি আবার প্রেমের থেকে কম। এবার জেনে নিন দীপিকা এদিন কী বললেন?
করণের সঙ্গে কথা বলতে বলতে দীপিকা বলেন, 'আমার অনেকগুলো টক্সিক, ভুল সম্পর্কের পর কিছুদিন একা থাকতে চেয়েছিলাম। আমি কারও সঙ্গে অ্যাটাচড হতে চাইনি তখন। কমিটেড হতে চাইনি। আবার জীবনের পুরো মজা উপভোগ করতে চেয়েছিলাম কারণ সেটারই বয়স ছিল। তারপরই ওর সঙ্গে আলাপ হয়। কিন্তু আমরা কমিটেড ছিলাম না। মানে যতদিন না ও প্রপোজ করেছে ততদিন কমিটেড ছিলাম না।'
আরও পড়ুন: পর্দার গল্প বাস্তবে! 'নিউটন' রাজকুমার সিনেমার মতোই এবার বাস্তবে নির্বাচনী প্রচারের দায়িত্বে
আরও পড়ুন: 'হ্যারি পটার আর আবোল তাবোলের কথা...' ছেলের বায়নায় প্যান্ডেল হপিংয়ে সস্ত্রীক রূপম, কোনটা ভালো লাগল?