অবশেষে Netflix-এ স্ট্রিমিং হচ্ছে, Fabulous Lives Vs Bollywood Wives- এর বহু প্রতীক্ষিত তৃতীয় সিজন। সারপ্রাইজ উপস্থিতিতে পরিপূর্ণ। এই সিজনে দিল্লি থেকে নতুন মুখ হিসাবে উপস্থিত থাকবেন রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর সাহনি। আর তাঁকে সমর্থন করার জন্য সেখানে ছিলেন তাঁর মা নীতু কাপুর এবং ভাই রণবীর শো। রণবীর, রিদ্ধিমার শো-তে থাকার বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন যে সারাজীবন সিনেমা থেকে দূরে থাকার পরে রিদ্ধিমার রিয়েলিটি টিভিতে থাকার সিদ্ধান্ত নিয়ে তাঁরা উদ্বিগ্ন।
রণবীর বলেন, ‘আমি মনে করি এটি সম্পর্কে আমার মিশ্র অনুভূতি ছিল।সারা জীবন ও সিনেমা দেখেই বড় হয়েছে। আর এটাও সত্যি তিনি একজন অভিনেত্রী হতে চাননি এবং এখন তিনি একজন রিয়েলিটি টিভি তারকা হতে চলেছেন। দুর্দান্ত! আমি বলতে চাইছি যে এটি সত্যিই খুব বড় চিন্তা।’ শেষে খানিক মজার সুরেই দিদিকে উদ্দেশ্য করে বলেন, ‘রিদ্ধিমা সত্যিই এটিকে জগাখিচুড়ি করতে চলেছে।’
আরও পড়ুন: (বিজয় ভার্মাকে নিয়ে নতুন ছবি রাজকুমার হিরানির? ইঙ্গিত দিয়ে বললেন, 'ও একজন…')
আরও পড়ুন: (‘বলিউড সিনেমা রাশিয়াতে বেশি চলে…’ ব্রিকস সম্মেলনে জানালেন পুতিন)
অভিনেতা এও জানান যে, এই বিষয়ে নীতু কাপুরের সঙ্গে তাঁর বেশ কয়েকটি কথোপকথন হয়েছিল। ‘আমি এবং আমার মা অনেক আলোচনা করেছি যখন আমরা জানতে পেরেছিলাম যে দিদি এটির একটি অংশ। অবশ্যই পরিবার হিসাবে আমরা ওর জন্য উদ্বিগ্ন ছিলাম যে রিদ্ধিমা কীভাবে শোতে থাকবেন।’ প্রত্যুত্তরে নীতু জানান, ‘আমরা খুব নার্ভাস ছিলাম’।
তবে রণবীর তাঁর দিদিকে নিয়ে যথেষ্ট প্রশংসা করেন এবং কাস্টের অন্যান্য সদস্যদের তাঁকে হালকাভাবে না নেওয়ার জন্য সতর্ক করেন। ‘শান্ত-নম্র স্বভাবের আড়ালে রিদ্ধিমা একজন যোদ্ধা বটে। তাই আমি বলবো রিদ্ধিমাকে হালকাভাবে নেবেন না।’ .
ভাইবোন মানেই খুনসুটির সম্পর্ক আর লুকিয়ে থাকা অনেকটা ভালোবাসা। রণবীরের ক্ষেত্রেও তার অন্যথা নয়। আড্ডার শেষে রণবীর বলেন, ‘আমি তাকে এটা প্রায়ই বলি না, কিন্তু রিদ্ধিমা, আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। তুমি এমন একজন যাকে আমি চাই। এমনকি যখন তুমি এই ধরনের শো করনি, আমি সবসময় তোমার জন্য ছিলাম। আর এখন আছি। আরও বেশি করে আছি।’
Netflix রিয়েলিটি শো-এর তৃতীয় সিজনে থাকবে মহীপ কাপুর, নীলম কোঠারি সোনি, ভাবনা পান্ডে এবং সীমা সাজদেহ। এছাড়া এই সিজনে নতুন এন্ট্রি কায়ানি সাহা চাওলা, শালিনী পাসি এবং রিদ্ধিমা।