মুক্তির পর থেকেই ছবিটিকে বক্স অফিসে নানান ওঠাপড়ার মধ্যে যেতে হয়েছে ছবিটিকে। তবে তারমধ্যেও বক্স অফিসে মন্দ ফল করছে না ছবিটি। মুক্তির ২১ দিন পার করে বক্স অফিসে ঠিক কোথায় দাঁড়িয়ে রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যয় মক্কার’।
তু ঝুটি ম্যায় মক্কার
বক্স অফিসে ২১ পার করে ফেলল রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুরের ‘তু ঝুটি ম্যায় মক্কার’। ছবিটি বক্স অফিসে এখনও পর্যন্ত ১৩২ কোটির ব্যবসা করে ফেলেছে। গত ৮ মার্চ মুক্তি পেয়েছিল রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি। মুক্তির পর থেকেই ছবিটিকে বক্স অফিসে নানান ওঠাপড়ার মধ্যে যেতে হয়েছে ছবিটিকে। তবে তারমধ্যেও বক্স অফিসে মন্দ ফল করছে না ছবিটি। বিশ্বব্যাপী ২০০ কোটির চৌকাঠ পার করে ফেলেছে এই ছবি।