হরর ছবির সঙ্গে রামগোপাল বর্মার নাম যেন ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। প্রায় তিন দশক পর আবার একটি ভূতের ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন রামগোপাল বর্মা এবং মনোজ বাজপেয়ী। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালকের আগামী ছবি পুলিশ ‘স্টেশন মে ভূত’ ছবির প্রথম ঝলক। মোশন পোস্টার দেখে ক্ষুব্ধ দর্শকরা।
ছবির প্রথম পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে, পুলিশ অফিসারের বেশে রয়েছেন মনোজ বাজপেয়ী। হাতে ধরা একটি রহস্যময় পুতুল। হঠাৎ কিছু একটা দেখে ভয় পেয়ে পুতুলকে জড়িয়ে ধরেন অভিনেতা। নেপথ্যে ফিসফিস করে যেন কেউ বলছে, ‘আমি তোমাকে দেখছি। তুমি মৃতদের গ্রেফতার করতে পারবে না।’
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনে মনোজ বাজপেয়ী ক্যাপশনে লেখেন, ‘শ্যুটিং শুরু। সত্য ছবি থেকে এখনও পর্যন্ত। কিছু যাত্রা একটি বৃত্তকে সম্পূর্ণ করার জন্যই তৈরি হয়। রামগোপাল বর্মার সঙ্গে আবার কাজ করতে পেরে ভীষণ উত্তেজিত। প্রায় ৩ দশক পর আবার। এটা সত্যি স্পেশাল।’ কিন্তু ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে গেছে সমাজমাধ্যমে।
দর্শকরা ছবিতে নিম্নমানের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিযোগ এনেছেন। রামগোপাল বর্মার মতো এত বড় একজন পরিচালকের কাছ থেকে এটা আশা করা যায়নি বলেই অভিযোগ দর্শকদের।
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার করা হয় কিন্তু সেটিকে যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই তা হাসির পাত্র হবে। মনোজ বাজপেয়ী অভিনীত এই ছবিটির মোশন পোস্টার দেখে একজন লেখেন, ‘AI ব্যবহার করবেন না দয়া করে। এটা ছবিকে সস্তা করে তোলে।’ অন্য একজন লিখেছেন, ‘AI অনেকের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, দয়া করে এটা ব্যবহার করবেন না।’
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
কেউ কেউ আবার পুরো ব্যাপারটাই মজার ছলে নিয়েছেন। লিখেছেন, ‘AI - তে ওটা কী? আপনি কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে একটি গোটা ছবির ঘোষণা করে ফেললেন? যদি ব্যবহার করতেই হয় তাহলে সঠিকভাবে ব্যবহার করুন।’ যদিও অনেকে আবার মোশন পোস্টারের প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন। বহুদিন বাদে রামগোপাল বর্মা এবং মনোজ বাজপেয়ীকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনেকেই।
প্রসঙ্গত, রাম গোপাল বর্মার আসন্ন ছবিটি মনোজ বাজপেয়ীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জেলেনিয়া ডিসুজাকে। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে বড় পর্দায়।