পরনে হালকা গোলাপী রঙের সালোয়ার কামিজ, গলায় জড়ানো ওড়না, মাথার চুলটা আলগোছে হালকা খোঁপা করে বাঁধা। হাত তুলে হাসিমুখে অফিসের কম্পিউটার টেবিলের সামনে দাঁড়িয়ে শ্রুতি দাস। থুড়ি শ্রুতি নন ইনি অদিতি। উইডোজ প্রোডাকশনের আগামী ছবি 'আমার বস'-এবার এই চরিত্রেই দেখা যাবে অভিনেত্রীকে।
২০ মার্চ, বৃহস্পতিবার নির্মাতাদের তরফে সামনে আনা হয়েছে শ্রুতির লুক। তাঁর লুক শেয়ার করে উইনডোজ প্রোডাকশনের সোশ্যাল মিডিয়ার পাতায় লেখা হয়েছে, ‘একদিকে অফিস সামলায় অন্যদিকে শ্বশুরবাড়ি, মাঝে মাঝে বস বকলে তার রাগও হয় ভারী! অদিতির চরিত্রে শ্রুতি দাস আসছে ৯ই মে থেকে বড় পর্দায়।’
আর এই পোস্টার সামনে আসার পরই আবেগতাড়িত হয়ে পড়েন শ্রুতি। ফেসবুকের পাতায় তিনি লেখেন, ‘তথাকথিত ছোটো একটি শহর থেকে এক আকাশ স্বপ্ন বুকে বেঁধে পাড়ি দিয়েছিলাম এই বিরাট নগরী তে। ছোটোপর্দায় মুখ্য ভূমিকায় কাজ করা কালীন একদিন ওটিটি,বড়ো পর্দায় কাজ পাবো এই স্বপ্ন দেখতে না দেখতেই এমন এক ম্যাজিক ঘটে গেলো জীবনে। (ডিসেম্বর,২০২৪)।’
আরও পড়ুন-'যদি আবার' গেয়ে পেয়েছিলেন খোদ অরিজিৎ সিং-এর প্রশংসা, হঠাৎ 'প্যারালাইজড' ২৭ বছরের অ্যাঞ্জেল