পরিচালক রাজ চক্রবর্তীকে তো চেনেন, ‘হিরো’ হিসাবে রাজ চক্রবর্তীকে কখনও দেখেছেন? নিশ্চয় নয়! যদিও রাজ কলকাতায় পা রেখেছিলেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই। থিয়েটার করতেন। অভিনেতা হিসাবে কাজও করেছেন অল্প বিস্তর। তবে পরিচালক হিসাবেই সাফল্য এসেছে তাঁর ঝুলিতে। বর্তমানে টলিপাড়ার স্বনামধন্য পরিচালক-প্রযোজক তিনি।
তবে ১৮ মার্চ ফিল্মফেয়ারের মঞ্চে পাওয়া গেল অন্য রাজ চক্রবর্তী। মঞ্চে তখন ছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। তখন নায়কচিত কায়দায় বাইকে চড়ে এন্ট্রি হল রাজের। তারপর ক্যামেরার সামনে জমিয়ে পারফর্ম করলেন তিনি। নিজেরই সুপারহিট ছবি 'দুই পৃথিবী'র গানে পারফর্ম করতে দেখা গেল রাজকে। যে ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দেব ও জিৎকে। ফিল্মফেয়ারের অফিসিয়াল ইনস্টাগ্রামে উঠে এসেছে সেই মুহূর্ত…।
রাজের এই নাচের ভিডিয়ো ঘিরে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়েছে। কেউ তাঁকে 'বাংলার সলমন খান' বলেছেন, কেউ আবার রাজের নাচের সময় মঞ্চে শিবপ্রসাদের হেঁটে যাওয়া নিয়ে সমালোচনা করেছেন। কেউ আবার সুন্দরী পূজার প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুন-Filmfare-এর মঞ্চে শুভশ্রীর হাত থেকে পুরস্কার নিয়েই রাজঘরণীর পুরনো কথা ফাঁস করলেন মিমি