২০২০ সালে এসে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল। পাশে পেয়েছিল আশি অভিনেতার পরিবার বলিউডের ভাইজান সলমন খানকে। যিনি পুরো টাকা মিটিয়ে দিয়েছিলেন হাসপাতালে চিকিৎসার।
রাহুল রায়ের হাসপাতালের সব বিল মিটিয়েছিলেন সলমন খান
‘আশিকি’ সিনেমার হিরো রাহুল রায়কে মনে আছে? বা বিগ সবসের প্রথম সিনেমার বিজেতাকে? ২০০৬ সালে এই রিয়েলিটি শো-র প্রথম সিজনে অংশ নেন তিনি। যদিও সেই সময় হোস্ট সলমন কান ছিলেন না, ছিলেন আরশাদ ওয়ারসি। প্রাইজ মানি হিসেবে পেয়েছিলেন ১ কোটি টাকা।
তবে ২০২০ সালে এসে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল। সেই সময় এলএসি-লাইভ দ্য ব্যাটেল ইন কার্গিলের শ্যুট করার সময়তে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় ওকহার্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে করা হয়েছিল মস্তিষ্ক এবং হার্টের এনজিওগ্রাফি। পরে অভিনেতাকে নিয়ে এসে ভর্তি করানো হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে আইসিইউতে।
এক সাক্ষাৎকারে রাহুলের বোন জানান, 'এল এ সি - লিভ দ্য ব্যাটল ইন কার্গিল'-এর পরিচালক কিঠু বিল মেটান। যা বকেয়া ছিল রাহুলের ছবিতে কাজ করার সময়। সেই সময় একদিন হঠাৎ সলমম খানের ফোন। জানতে চাইছেন, কোনও সাহায্য লাগবে কি না। এরপরই পুরো বিল মিটিয়ে দেন সলমন। শুধু তাই নয়, প্রিয়াঙ্কাকে যা সবচেয়ে মুগ্ধ করে তা হল এই নিয়ে এতদিনে একবারএ মিডিয়ার কাছে বলে বেড়াননি সলমন। তিনি এতটাই ভালো মানুষ। আরও পড়ুন:ঋষভ আর উর্বশীর বিয়ে নাকি সামনে, কোষ্ঠী মিলিয়ে ভাগ্য গণনা শুরু!