গত ৮ অগস্ট মুক্তি পেয়েছিল রাহুল দেব বোস এবং দেবাদৃতা বসুর নতুন মিউজিক ভিডিয়ো ‘তুমি রবে নীরবে’। সমন্তক সিনহার কন্ঠে গাওয়া এই গানে বেজে উঠেছিল বিচ্ছেদের করুণ আর্তনাদ, এবার বেজে উঠবে ভালোবাসার সুর। আগামী ২৮ অগস্ট মুক্তি পেতে চলেছে এই তারকা জুটির আগামী মিউজিক ভিডিয়ো ‘কবেকার চেনা’।
টলিউড অন্যতম চর্চিত তারকা জুটি রাহুল ও দেবাদৃতা। বহুদিন ধরেই একে অপরকে ডেট করছেন তাঁরা। তবে কাজের চাপে খুব একটা একসঙ্গে সময় কাটানো হয়ে ওঠে না। কিন্তু এবার একের পর এক মিউজিক ভিডিয়োয় দেখা মিলছে তাঁদের। যদিও এই মিউজিক ভিডিয়োগুলির আগে তাঁদের একটি মেগাতেও একসঙ্গে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: কবিতার পর এবার গান, ‘বকুলতলায় ভিড় জমেছে’ গানের সুরে লিপ মেলালেন ‘পরিণীতা’- র বিদ্যা
আরও পড়ুন: 'আমায় লুকিয়ে বিয়ে...', রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিতা আডবানির
আসন্ন মিউজিক ভিডিয়ো ‘কবেকার চেনা’ গানটি গিয়েছেন মোহাম্মদ ইরফান। গানটি রচনা করেছেন রূপক তিওয়ারি এবং গানটির চিত্রনাট্য লিখেছেন বারিশ। কিন্তু কোন নেপথ্যে গড়ে উঠবে এই গানের গল্প?
আগামী মিউজিক ভিডিয়ো প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, ‘নামটা শুনেই বোঝা যাচ্ছে দুটি মানুষের মধ্যে অপরিসীম ভালোবাসার কথা দেখানো হবে এই গানের মাধ্যমে। একটা মানুষ অন্য একটি মানুষকে এতটাই ভালবেসে ফেলে যে একে অপরের ওপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ে তারা।’

রাহুল আরও বলেন, ‘আগের গানে যেমন দেখানো হয়েছিল বিচ্ছেদের গল্প ঠিক তেমনি এখানে দেখানো হবে এমন দুই প্রেমিক প্রেমিকার গল্প, যাদের ভালোবাসা এতটাই গভীর যে তাদের আলাদা করতে পারে না মৃত্যুও।’
পারমিতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই গানগুলিতে রবীন্দ্রসঙ্গীতকে একেবারে অন্যরকমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পূর্ববর্তী গানটি যেমন সকলের ভালো লেগেছে তেমন আশা করা যাচ্ছে আসন্ন গানটিও একইভাবে মানুষের মন ছুঁয়ে যাবে।
আরও পড়ুন: ছেলে নিয়ে হাসপাতালে দৌড়লেন পরীমণি! অসুস্থ অভিনেত্রীও, কী হল হঠাৎ?
আরও পড়ুন: বর্ষা শেষে হতে চলেছে ভূতের আগমন, হইচই- এর পর্দায় আসছে ‘ভূততেরিকি’
অন্যদিকে রাহুল এবং দেবাদৃতা দুজনেই কাজ করতে পেরে ভীষণ খুশি। ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজের ক্ষেত্রেও এমন মিষ্টি প্রেমিক প্রেমিকার চরিত্রে অভিনয় করতে কার না ভালো লাগে!