দুজনেই বাংলা ইন্ডাস্ট্রির দুই স্তম্ভ। অভিনয় তাঁদের রক্তে। একজন টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ অন্যজন সবার প্রিয় অপুদা। তবে কলকাতা থেকে অনেক দূরে মায়ানগরীতে এক ফ্রেমে পাওয়া গেল টলিউডের দুই ‘চাটুজ্যে’কে। হালে দুজনেই দাপটের সঙ্গে কাজ করছেন বলিউডে। তবে কি এবার একসঙ্গে কোনও হিন্দি প্রোজেক্টে প্রসেনজিৎ-শাশ্বত? আরও পড়ুন-শাক্যর সঙ্গে ডিভোর্স, সোহমের সঙ্গে প্রেমচর্চা, জুনে নতুন ইনিংস শুরু শোলাঙ্কির!
কলকাতা যখন রেমালের দাপটে লন্ডভন্ড। ঠিক তখনই মায়ানগীরতে দেখা টলিউডের দুই সুপারস্টারের। সেই হঠাৎ দেখা-র সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন দুজনে। সোশ্যালে সেই ছবি পোস্ট করে প্রসেনজিৎ লিখলেন, ‘দুই চাটুজ্যের দেখা মুম্বইয়ে’। যে হোটেলে তাঁরা রয়েছেন, সেই সান-অ্যান্ড-সান হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে পোজ দিলেন দুই নায়ক।
জোর গুঞ্জন, বলিউডের বিখ্যাত পরিচালক নীরজ পাণ্ডে বাংলার প্রেক্ষাপটে নতুন ওয়েব সিরিজের পরিকল্পনা করেছেন। সিরিজের নাম ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার। এই সিরিজেই নাকি মুখ্য ভূমিকায় থাকবেন দুই বাংলার জিৎ মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়। খাকি-র শ্যুটিংয়ের জন্যই জন্য নাকি অযোগ্য-র প্রচার সামলে মুম্বই উড়ে গিয়েছেন সুপারস্টার। জানা যাচ্ছে, খাকির অংশ হতে পারেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।
এর আগে ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ তৈরি করেছিলেন নীরজ। ‘বেবি’ খ্যাত পরিচালক অ্যাকশন-থ্রিলার জঁরে সিদ্ধহস্ত। স্পাই থ্রিলারে তাঁর জুড়ি মেলা ভার, বাঙালি তারকাদের নিয়ে নীরজের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ঘিরে উত্তেজনা তুঙ্গে। গত ফেব্রুয়ারি মাসে ঘোষিত হয়েছে নেটফ্লিক্সের আসন্ন প্রোজেক্টের তালিকা। তখনই সামনে আসে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর নাম। তবে কাস্টিং-এর ঘোষণা সারেননি পরিচালক। মাঝে শোনা গিয়েছিল এই সিরিজের অংশ হবেন শোলাঙ্কি রায়, তবে সেই জল্পনা ভুয়ো স্পষ্ট জানান ছোটপর্দার খড়ি।