শনিবার অর্থাৎ ৯ আগস্ট আচমকাই ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বরফি’ ছবি নিয়ে একটি আবেগঘন পোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া। তুলে ধরলেন সহ অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা। এই ছবিতে পরিচালক অনুরাগ বসুর সঙ্গে প্রথম কাজ করেছিলেন প্রিয়াঙ্কা।
‘বরফি’ ছবির বেশকিছু মুহূর্ত দিয়ে তৈরি করা একটি কোলাজ শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘২০০৯ সালের জানুয়ারি মাসে, নিউইয়র্কের রণবীরের সঙ্গে ‘আনজানা আনজানি’ ছবির শ্যুটিং করার সময়, রণবীর আমাকে তাঁর পরবর্তী ছবি বরফি সিনেমার কথা উল্লেখ করেন। অনুরাগ বসু আমার ভীষণ প্রিয় একজন পরিচালক তাই তিনি যখন আমাকে ‘বরফি’ ছবির জন্য অফার করেন তখন আমি না বলতে পারিনি।’
আরও পড়ুন: 'আমার স্নেহের পাত্রী...', যুদ্ধ শেষে ফের দিতিপ্রিয়ার উদ্দেশ্যে পোস্ট জিতুর
আরও পড়ুন: অবশেষে ছাড়পত্র দিল হাইকোর্ট, মুক্তি পেল ‘উদয়পুর ফাইলস’
প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা মুম্বইয়ে আমার বাড়িতে দেখা করি। সেদিন আমি একটি ইভেন্ট থেকে বাড়ি ফিরছিলাম ফলে তেমনই পোশাকে ছিলাম আমি। আমাকে এক ঝলক দেখে পরিচালক বললেন উনি আমাকে ঝিলমিল চরিত্রে কল্পনা করতে পারবেন না। আমি ব্যাপারটা বুঝেছিলাম এবং পাঁচ দিনের ওয়ার্কশপে রাজি হয়েছিলাম আমি।’
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমার গবেষণা, বই পড়া, ভিডিয়ো দেখা, অটিজম স্পেকট্রামের শিশুদের সঙ্গে দেখা করা, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা, এইসব কিছু করেছি আমি। এমনকি পরিচালকের নির্দেশে তার কলার ধরে তাঁকে গালাগাল দিতেও হয়েছিল। এইভাবে বেশ কিছুদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর অবশেষে ঝিলমিলের জন্ম হয়।’
বাবার কথা স্মরণ করে প্রিয়াঙ্কা লেখেন, ‘বরফি ছবিতে বরফি - ঝিলমিলের বেশিরভাগ দৃশ্য ইমপ্রোভাইসড ছিল। পরিচালক আমাদের শুধুমাত্র বলে দিতেন আমাদের কী করতে হবে, দৃশ্য অনুযায়ী আমরা গোটা ব্যাপারটা ফুটিয়ে তোলার চেষ্টা করতাম। সব থেকে বড় কথা এই ছবিটি সেই ছবি যেখানে আমার বাবা শেষবারের মতো সেটে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন।’
বরফি ছবির কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমার সব থেকে মূল্যবান ছবিগুলির মধ্যে এটি একটি। রবি বর্মনের অসাধারণ সিনেমাটোগ্রাফি, অনুরাগ বসুর দুর্দান্ত পরিচালনা। সঙ্গে ইলিয়ানা ডি ক্রুজের চরিত্রের সৌন্দর্য, রণবীরের মতো একজন তারকার উপস্থিতি, সবমিলিয়ে এই ছবিটি ছিল একটি স্বপ্নের মতো। আমরা প্রায় ২ বছর ধরে এই ছবির শ্যুটিং করেছিলাম, ভাবিনি মানুষের থেকে এত ভালোবাসা পাব।’
আরও পড়ুন: চ্যাট বিতর্কে নতুন চমক! 'মিটিয়ে নিলাম...', ইঙ্গিতপূর্ন পোস্ট দিতিপ্রিয়ার
আরও পড়ুন: স্বামীকে ‘ছাপরি’ বলতেই রেগে কাঁই স্বরা, দিলেন উপযুক্ত শিক্ষা
প্রসঙ্গত, ৮৫ তম একাডেমি পুরস্কারের জন্য সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছিল এই ছবিটি। এছাড়া ৫৮ তম ফিল্মফেয়ার পুরস্কারসহ ভারত জুড়ে একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছিল ‘বরফি’।