বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra Daughter: বাড়িতে বিশেষ পুজো, প্রথমবার লেহেঙ্গা পরে মালতী, মিষ্টি ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা
Priyanka Chopra Daughter: বাড়িতে বিশেষ পুজো, প্রথমবার লেহেঙ্গা পরে মালতী, মিষ্টি ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা
1 মিনিটে পড়ুন Updated: 11 Jun 2023, 10:18 AM ISTPriyanka Bose
মেয়েকে প্রথমবার ভারতীয় পোশাকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত মাম্মি প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ের একগুচ্ছ মিষ্টি ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন দেশি গার্ল।
মেয়ে মালতীর আদুর ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা
প্রথমবার গায়ে লেহেঙ্গা গলিয়েছে একরত্তি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। মেয়েকে প্রথমবার ভারতীয় পোশাকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত মাম্মি প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ের একগুচ্ছ মিষ্টি ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন দেশি গার্ল। বাবার মৃত্যুবার্ষিকীতে বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী।
একটি ছবিতে দেখা গিয়েছে, কারও হাত ধরে হাঁটছে একরত্তি মালতী। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কেউ তাকে টুকটুকে লেহেঙ্গা পরে পেটের নাভিটা দেখতে পেয়েছ @poojarajpaljaggiofficial।’ ছবিতে দেখা গিয়েছে মালতী একটি সুন্দর পার্পেল রঙের লেহেঙ্গা পরে। নাভির মধ্যে আঙুল দিয়ে খুটছে সে। একরত্তি মালতী লেহেঙ্গার ওড়নাও নিয়েছেন।