চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শন আইফা উৎসব ২০২৪-এ বহুল প্রত্যাশিত 'হেরা ফেরি ৩' সম্পর্কে মুখ খুলেছেন। প্রিয়দর্শন তাঁর কমেডি ছবিগুলির জন্য যে ভীষণ জনপ্রিয় তা বলাই বাহুল্য। প্রিয়দর্শন এর আগে অক্ষয় কুমারের সঙ্গে ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’ সহ বেশ অনেকগুলি কাজ একসঙ্গে করেছেন। ‘ভাগম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’, ‘দে দানা দান’ সহ প্রচুর হিট ছবি তাঁদের ঝুলিতে। তাঁরা একসঙ্গে শেষ কাজ করেছিলেন ২০১০ সালে ‘খাট্টা মিঠা’ ছবিতে। তাঁদের কাজ মানেই দর্শকদের কাছে অন্যরকমের উত্তেজনা, তাই খুব স্বাভাবিকভাবেই 'হেরা ফেরি ৩' নিয়ে সকলেই খুব আগ্রহী।
‘হেরা ফেরি ৩’ ঘিরে উত্তেজনা দর্শকদের, আবার কী পর্দায় ফিরতে পারে সেই ম্যাজিক? জানতে চাওয়া হলে, প্রিয়দর্শন জানান, তিনই অক্ষয় কুমার সহ ছবির গুরুত্বপূর্ণ কলাকুশলীদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটি রিউনিয়নের পরিকল্পনা করছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘ভালো কিছু যাতে হয় সেই আশা করি। এখনও পর্যন্ত এটা একটা খুব বড় পুনর্মিলন হতে চলেছে। কারণ ছবির গুরুত্বপূর্ণ কলাকুশলী এবং অক্ষয়ের সঙ্গে এর আগে আমি বহু কাজ করেছে। আমি আশা করি আবার সেই ম্যাজিক ঘটবে।’
আরও পড়ুন: আরজি কর নিয়ে কলকাতার প্রতিবাদে অনুপ্রাণিত কিরণ, তিলোত্তমাকে ঘিরেই ‘লাপাতা লেডিজ’ পরিচালকের আগামী ছবি
‘হেরা ফেরি ৩’ ছাড়াও, ১৪ বছর পর ফের একবার প্রিয়দর্শনের সিনেমায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। প্রিয়দর্শনের ‘ভূত বাংলো’-এ অভিনেতাকে দেখা যাবে। ছবির প্রথম লুকও প্রকাশ্যে এসেছে। এটি একটি হরর কমেডি ছবি। এখানে অক্ষয় কুমারের সঙ্গে তিনজন মহিলা সহ-অভিনেতা থাকবেন। ছবিতে অক্ষয় একজন জাদুকরের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে। এই ছবি নিয়ে প্রিয়দর্শন জানান, ব্ল্যাক ম্যাজিক থিমের উপর ভিত্তি করে এই ছবিটি হবে। ছবির শ্যুটিং শীঘ্রই শুরু হতে চলেছে। ২০২৫ সালে ছবিটি মুক্তি পাবে বলে আশা করছেন তিনি।
আরও পড়ুন: বিদায় ম্যাগি স্মিথ, ৮৯ বছরে থামল ম্যাজিক! শেষ ঘুমে হ্যারি পটারের দিদিমণি ম্যাকগোনাগাল
প্রিয়দর্শন তাঁর মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির সমৃদ্ধ নিয়েও নানা কথা বলেছেন। বর্তমান সময়ে এই ইন্ডাস্ট্রি বেশ কিছু সফল ছবি মুক্তির দিয়েছে, এর সংখ্যাও দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। ‘মঞ্জুম্মেল বয়েজ’, ‘আদুজীভিথাম’ এবং ‘আভেশাম’-এর মতো ছবিগুলি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। এই প্রসঙ্গে প্রিয়দর্শন বলেন, ‘আমাদের টাকা নেই, কিন্তু আমাদের ভালো কন্টেন্ট আছে। বিশ্বে সিনেমার অনেক এক্সপোজার রয়েছে, তাছাড়া আমাদের তারকারা খুব ভালো কাজ করছেন। তা নিয়ে একেবারে কোনও সন্দেহের অবকাশ নেই।’