
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এই কিছুদিন আগেই তাঁদের বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আসায় রীতিমত হইচই পড়ে গিয়েছিল। কয়েক মাস কাটতে না কাটতেই ডিভোর্সের পথে সৈকত, প্রেরণা! আর তাঁরা সেটার জন্য দ্বারস্থ হলেন কিনা মিঠুন চক্রবর্তীর কাছে! তারপর?এই কিছুদিন আগেই তাঁদের বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আসায় রীতিমত হইচই পড়ে গিয়েছিল। কয়েক মাস কাটতে না কাটতেই ডিভোর্সের পথে সৈকত, প্রেরণা! আর তাঁরা সেটার জন্য দ্বারস্থ হলেন কিনা মিঠুন চক্রবর্তীর কাছে! তারপর?
আরও পড়ুন: বেবি বাম্প ঢাকতে ওভারসাইজড টিশার্ট! সন্তানের 'আবদার' বুঝে কোথায় গেলেন অহনা?
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে নিজেদের ডিভোর্স চেয়ে মিঠুন চক্রবর্তীর কাছে গেছেন প্রেরণা এবং সৈকত। দুজন সমবেত ভাবেই জানান যে তাঁরা বিচ্ছেদ চান। সেটা শুনে মিঠুন তাঁদের কিছু প্রশ্ন করেন আর সেই প্রশ্নের উত্তরগুলোতেই বোঝা যায় যে তাঁদের মধ্যে এখনও ভালোবাসা আছে।
আরও পড়ুন: 'ফিরছি...' এখনও হয়নি ইন্ডিয়ান আইডলের ফিনালে, তার আগেই বাড়ির পথে মানসী - শুভজিৎরা! কেন?
এরপর তাঁদের দেখা হয় অঞ্জন দত্তের সঙ্গে। তিনিও তাঁদের দুজনকে একই কথা বোঝান। ডিভোর্স সহজ। কিন্তু ভালোবেসে থাকার গুরুত্ব আরও বেশি। কি এবার বুঝলেন? সৈকত প্রেরণার বিয়েটাও যেমন ভুয়ো ছিল এটাও তেমনি। আগেরটা ছিল মিউজিক ভিডিয়োর জন্য আর এই ডিভোর্সের স্ক্রিপ্ট মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তের আগামী ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতির প্রচারের জন্য।
আগামী পয়লা মে মুক্তি পাবে শ্রীমান ভার্সেস শ্রীমতি। শাস্ত্রীর পর এটা পথিকৃতের সঙ্গে মিঠুনের দ্বিতীয় কাজ। ভারতের সবথেকে দীর্ঘদিন ধরে চলা ডিভোর্স কেসের উপর নির্মিত পথিকৃৎ বসুর এই ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং অঞ্জনা বসু।
আরও পড়ুন: টিমটিম করছে সিকান্দরের দাপট! বুধবার ১০ কোটিও পেরোল না আয়, ৪ দিনে কত কোটির ব্যবসা করল সলমনের ছবি?
আরও পড়ুন: ছেলের মৃত্যুর বদলা নিতে জামাইকে গুলি ফুলকির 'জেঠিমা'র! আদৌ কি মৃত্যু হবে রুদ্রর? নাকি আসবে নয়া চমক?
6.88% Weekly Cashback on 2025 IPL Sports