
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
‘মোহর’খ্যাত প্রতীক সেন ফিরছেন ছোট পরদায় একথা সকলেই জানেন। বিপরীতে দেবচন্দ্রিমা সিংহ রায় রয়েছেন। এবার চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হল ধারাবাহিকের প্রথম প্রোমো। দেবচন্দ্রিমা-প্রতীকের এই বাংলা ধারাবাহিকের নাম ‘সাহেবের চিঠি’।
ফোন-ইমেলের ব্যস্ত দুনিয়ায় সাইকেল নিয়ে বাড়ি বাড়ি ঘুরে চিঠি বিলি করে দেবচন্দ্রিমা ‘চিঠি’। এদিকে প্রতীকের চরিত্রটি একজন বড় তারকার, নাম সাহেব মুখার্জি। যদিও এখন সে অভিনয়-গান থেকে সরে এসেছে। নিজেকে ‘আইকন’ পরিচয় দিতেও রাজি নয়।
তবে চিঠির কাছে আছে সাহেবকে লেখা তাঁর এক ভক্তের শেষ ইচ্ছে। সেটা পৌঁছে দিতেই সাহেবের বাড়িতে আসে সে। জানতে পারে পা নেই সাহেবের। কিন্তু, তারপরে সে তারকা সাহেবকে উৎসাহ দিতে থাকে তাকে সবার সামনে ফিরতেই হবে।
চিঠি আর সাহেবের এই ভিন্ন চিন্তাভাবনায় ভর করে কোনদিকে পা রাখবে গল্প? নিসন্দেহে দর্শকদের জন্য আসছে একদম নতুন এক চমক। সঙ্গে প্রতীক আর দেবচন্দ্রিমার জুটিও একদম নতুন। দুই তারকার আগের মেগাই সুপার ডুপার হিট। প্রতীকের সঙ্গে নাম জড়িয়েছিল সোনামণি মোহরের আর দেবচন্দ্রিমার সঙ্গে রিজওয়ান ওরফে চারুর। নতুন জুটির রসায়ন কতটা গাঢ় হয় সেটা দেখবার বিষয়।
৳7,777 IPL 2025 Sports Bonus