Pavitra Punia, Eijaz Khan confirm breakup: ২০২২ সালের ৩ অক্টোবর বাগদান সেরেছিলেন এজাজ এবং পবিত্র। দীর্ঘ দিন লিভ ইন সম্পর্কে ছিলেন। বিগ বসের ঘরেই একে অপরের কাছাকাছি আসেন তাঁরা। ২০২৪ সালের শুরুতেই বিচ্ছেদের কথা শোনালেন তাঁরা।
বিচ্ছেদের কথা শোনালেন এজাজ এবং পবিত্র
প্রায় দু'বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হাঁটলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খান এবং পবিত্রা পুনিয়া। সংবাদমাধ্যমের কাছে বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন এই প্রাক্তন জুটি।
২০২২ সালের ৩ অক্টোবর বাগদান সেরেছিলেন এজাজ এবং পবিত্র। দীর্ঘ দিন লিভ ইন সম্পর্কে ছিলেন। বিগ বসের ঘরেই একে অপরের কাছাকাছি আসেন তাঁরা। ২০২৪ সালের শুরুতেই বিচ্ছেদের কথা শোনালেন তাঁরা। দুজনে ভিন্ন ধর্মাবলম্বী, তবে ধর্ম যে প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায় না, তা প্রমাণ করে দিয়েছিল এই জুটি। কিন্তু আচমকা কী ঘটল? আরও পড়ুন: অ্যাডাল্ট স্টার জনি সিনসের সঙ্গে মজার বিজ্ঞাপনে রণবীর! দেখে কী বলছেন বি-টাউন সেলেবরা
ই-টাইমসকে নিজেদের বিচ্ছেদের খবরের সিলমোহর দিয়েছেন পবিত্র। জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে দুজনের মধ্য়ে সামঞ্জস্যের সমস্যা দেখা দিচ্ছিল। তবে সম্পর্ক ভাঙলেও মুম্বইয়ে একই ফ্ল্যাটে থাকছিলেন তাঁরা। সদ্য আলাদা হয়েছেন। পুরনো ফ্ল্যাটে পবিত্র থাকলেও, আলাদা থাকতে গত মাসে মালাডের বাড়িতে থাকতে শুরু করেছেন এজাজ। শোনা যায়, পাঁচ মাস আগেই বিচ্ছেদ হয়েছে তাঁদের। আরও পড়ুন: জলসার বাংলোয় রয়েছে চকচকে মার্বেলের মন্দির, নিজের হাতে পুজো দেন অমিতাভ, দেখুন ছবি