একগুচ্ছ তারকাদের নিয়ে তৈরি একটি মনস্তাত্ত্বিক ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন,কৌশিক গাঙ্গুলি, সৌহার্দ্য মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং রাহুল ব্যানার্জি।
কৌশিক গাঙ্গুলীর অভিনীত চরিত্রের নাম ছিল ব্রজেশ্বর দত্ত। পেশায় তিনি একজন উকিল। একজন খুনের কেস নিয়ে তিনি এতটাই চিন্তিত ছিলেন যে তার মন এবং মাথা কথা বলছিল না এক সুরে। ফলস্বরূপ মনে চলতে থাকে একাধিক যুক্তি এবং তর্ক। মনের বিভিন্ন চিন্তাকেই এই ছবিতে দেখানো হয়েছে এক একটি চরিত্রে।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
হইচইতে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি এক কথায় বলতে গেলে একটি সাইকোলজিক্যাল থ্রিলার। ছবিতে সত্য অর্থাৎ বিচারের চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বাকিরা অভিনয় করেছিলেন নিজ নিজ চরিত্রে। এই সিনেমার আড়ালে পরিচালক তুলে ধরেছিলেন সমাজে চলতে থাকা গতানুগতিক কিছু সমস্যার কথা।
সিনেমাটি ‘১২ অ্যাংরি ম্যান’ ছবির রিমেক হলেও এই সিনেমায় পরিচালক এমন কয়েকজনকে বেছে নিয়েছিলেন যারা সিনেমাটিকে নিয়ে গিয়েছেন অন্যটি মাত্রায়। পরিচালকের ঝুলিতে এসেছে একের পর এক পুরস্কার। এবার ভারতের মাটিতে নয়, লন্ডনের মাটিতেও পুরস্কৃত হলেন সৃজিত মুখোপাধ্যায়। পুরস্কৃত হলেন পরমব্রতও।
সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ২৬ তম রেনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন সৃজিত। ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। ওই একই ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
সোশ্যাল মিডিয়ায় পুরস্কারের ছবিটি পোস্ট করে এই আনন্দের খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালক। তিনি জানিয়েছেন লন্ডনের মাটিতে ভারতের পাওয়া এই সম্মানের কথা। নিঃসন্দেহে এই পুরস্কার টলিউড ইন্ডাস্ট্রির মুকুটে আরও একটি পালক জুড়ল।