গত ২ জুন অর্থাৎ জামাইষষ্ঠীর দিন অভিভাবক হিসাবে নতুন যাত্রা শুরু করেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। এই মুহূর্তে তাঁদের ছেলের বয়স প্রায় দেড় মাস। তবে অন্য তারকাদের রীতি অনুসরণ করেই এখনও ছেলের মুখ প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। যদিও গত পিতৃদিবসে ছেলের আঙুলে ছোঁয়ানো নিজের আঙুলের ছবি পোস্ট করেছিলেন পরমব্রত।
এবার ছেলের আরও একটি ছবি প্রকাশ্যে নিয়ে এলেন পিয়া। যদিও এবারেও ছেলের মুখ সর্বসম্মুখে আনলেন না তিনি। স্বামীর পথ অবলম্বন করে এবার তিনি প্রকাশ্যে নিয়ে এলেন ছেলের হাত। মিষ্টি ছবিটি পোস্ট করে পিয়া লেখেন, ‘মাম্মাস বেবি’।
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
ছবিতে দেখা যাচ্ছে, হালকা ধূসর রঙের জামা পরে ছোট্ট হাত দিয়ে মাকে শক্ত করে ধরে রেখেছে সে। যেন বলতে চাইছে, মাকে কোথাও যেতে দেব না। আক্ষরিক অর্থেই যেন সে মাম্মাস বেবি।
তবে ছেলের মুখ সর্বসম্মুখে না আনলেও ছেলেকে নিয়ে বেশ দুজনের যে ভালোই সময় কেটে যাচ্ছে তা কিছুদিন আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এই তারকা দম্পতি। মাঝে যদিও কিছুটা সময় দেশে ছিলেন না পরম, ওই সময়টা একাই সবকিছু সামলে ছিলেন পিয়া। তবে বাড়িতে থাকলে ছেলের ন্যাপি বদলানো থেকে শুরু করে ছেলেকে খাওয়ানো, সর্বসময় সবকিছুতেই পিয়াকে সাহায্য করেন পরম।
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
২০২৩ সালের ২৭ নভেম্বর আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরম এবং পিয়া। সংগীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার সুবাদে সেইসময় বহুবার ট্রোলের মুখে পড়তে হয়েছিল পরমব্রতকে, যদিও সেই সব কিছু পেছনে ফেলে দিয়ে এখন একমাত্র সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন পরম-পিয়া।