পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের অনুরাগীর সংখ্যা ভারতে কিছু কম নয়! অভিনেতার গুড লুকসে কাবু অনেক মহিলা ভক্তই। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘খুবসুরত’র মতো ছবিতে কাজ করেছেন। তবে ২০১৯ সালে পুলওয়ামা অ্যাটাকের জেরে বিরতি পরে ফাওয়াদের বলিউড কেরিয়ারে। পাকিস্তানের শিল্পীদের ভারতে আসায় নিষেধাজ্ঞা জারি হলে আর দেখা মেলেনি তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাওয়াদ জানালেন, বলিউডের অনেকের সাথেই এখনও সম্পর্ক আছে তাঁর। আর মিস করেন মুম্বইকে। ফিল্ম কম্প্যানিয়নকে অভিনেতা জানান, ‘ওখানে আমি কিছু দারুণ বন্ধু বানিয়েছিলাম। যাদের সাথে আমার এখনও কথা হয়। হ্যাঁ আমি ওখানে কাজ করা মিস করি। মুম্বইকে মিস করি, দারুণ শহর ওটা। সত্যি বলতে, ভারতের যে কটা শহরে গিয়েছি সবগুলোই সুন্দর।’২০১৬ সালে Indian Motion Picture Producers Association-র তরফে বলিউডের ছবিতে পাকিস্তানী শিল্পীদের কাজ না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবং ২০১৯ সালে AICWA নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তানের শিল্পীদের এদেশে এসে কাজের ওপরে। পুলওয়ামার হামলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যখন একটি বিস্ফোরক বোঝাই এসইউভি এসে ধাক্কা মারে সেনা বাসে। যাতে মারা যান ৪০ জওয়ান। সম্প্রতি নিজের ৪০তম জন্মদিনের কেক কাটলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান। সুপারলাক্সারি এক ইয়টে নিজেরে জন্মদিন উপলক্ষে একটি বড়সড় পার্টি রেখেছিলেন তিনি। সেখানেই অতিথিদের মাঝে বসে কিশোর কুমারের গাওয়া বিখ্যাত গান 'দিলবর মেরে কব তক মুঝে' গাইতেও শোনা যায় তাঁকে।