ওরি ওরফে ওরহান আওব্রামণি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার পোস্টের কারণে চর্চায় থাকেন। তাঁর জন্মদিন, তিনি ৩০-এ পা দিলেন। আর এই জন্মদিন উপলক্ষ্যে একটি পোস্ট করেি তিনি ফের আলোচনায়।
কী এমন পোস্ট করলেন ওরি?
তিনি একটি পোস্ট করেছেন যা নিয়ে শুরু হয়েছে ব্যপক চর্চা। আসলে, ওরি এই পোস্টে প্রথমবারের মতো তার ব্যক্তিগত জীবন ধরা যৌন জীবন নিয়ে মুখ খুলেছেন। তিনি লেখেন যে, এবার তিনি একজন স্ত্রী এবং সন্তান চান। ওরির এই পোস্ট দেখে অনেক তারকাই মন্তব্য করেছেন। ভূমি পেডনেকারও এতে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ ওরিকে উর্বশী রাউতেলার নাম নিয়ে উত্যক্ত করছেন।
আরও পড়ুন: 'দিদি নম্বর ১ বন্ধ হলে আন্দোলনও শুরু হতে পারে...', লোকসভায় কম হাজিরা নিয়ে সাফাই রচনার
আরও পড়ুন: 'যদি শরীর দেখিয়ে কাজ করতে হয়…', ইন্ডাস্ট্রিতে কম্পোমাইজ প্রসঙ্গে মুখ খুললেন শ্বেতা
আরও পড়ুন: 'বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম' থেকে 'সোনার জলসা'র সম্প্রচার কবে থেকে শুরু হচ্ছে? দেখে নিন
ওরির পোস্ট
ওরি তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে বসে থাকতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি বাজতে থাকে। ওরি ওই ভিডিয়ো ক্লিপটির উপর লেখেন, ‘সকলকে অনেক ধন্যবাদ। সমকামী হওয়া খুব মজার ছিল কিন্তু এখন আমার বয়স ৩০ বছর এবং স্ত্রী এবং সন্তানকে নিয়ে সংসার করার সময় এসেছে।’ ওই ভিডিয়োটির ক্যাপশনে ওরি লেখেন, 'আমাকে একটা সম্বন্ধ পাঠাও।'
আরও পড়ুন: রাখি পূর্ণিমাতে কাঞ্চনের সঙ্গে প্রথম দেখা হয় শ্রীময়ীর! নায়িকা ভাগ করে নিলেন ১৩ বছর আগের সেই গল্প