সামনেই দুর্গাপুজো আসছে। আর বাকি মাসখানেক। চারি দিকে সাজো সাজো রব। আর দুর্গাপুজোর শুরু মানেই 'মহালয়া'র ভোরের জন্য দিন গোনা। প্রত্যেক বছরেই টেলিভিশনের নানা চ্যানেলে মহালয়ার ভোরে 'মহিষাসুরমর্দ্দিনী' অনুষ্ঠিত হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই স্টার জলসার দুটি প্রোমো দেখে নিয়েছেন দর্শকরা। আর এবার স্টার জলসার ‘মহিষাসুরমর্দ্দিনী’র তৃতীয় প্রোমো প্রকাশ্যে এল।
আরও পড়ুন: দুর্গার রূপে কোয়েল, অন্নপূর্ণা বেশে তৃণা! স্টার জলসার মহিষাসুরমর্দ্দিনীতে বড় চমক ‘গীতা’ হিয়ার
স্টার জলসার ‘মহিষাসুরমর্দ্দিনী’র তৃতীয় প্রোমোয় কী দেখা গিয়েছে?
প্রথমেই শঙ্খধ্বনি শোনা গিয়েছে, পর্দায় ভেসে উঠেছে শঙ্খ। তারপর দেখা গিয়েছে দেবী রূপে কোয়েল মল্লিক শাঁখ বাজাচ্ছেন। আবহে একটি পুরুষ কন্ঠে শোনা গিয়েছে, তাঁর শঙ্খধ্বনি আনবে শুভ সংকেত' আর সঙ্গে ভেসে এসেছে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের চন্ডীপাঠ। তারপরই দেবীর হাতে চক্র দেখা গিয়েছে। আবহে শোনা গিয়েছে, ‘চক্র ন্যায়ের অধিকার।’ তারপর গদা হাতে দেবীর এক রূপে দেখা মিলেছে পর্দার 'সুধা' সোনামণি সাহার। আবহে শোনা গিয়েছে, 'গদার শক্তির আঁধার'। এরপর দুর্গারূপে নজর কাড়েন কোয়েল। তারপর শ্বেতপদ্মের উপর ফের শান্ত, স্নিগ্ধ, পার্বতী রূপে দেখা যায় কোয়েলকে।
এরপর ফের ত্রিশূল হাতে রণরঙ্গিনী রূপে দেখা মেলে কোয়েলের 'মহিষাসুরমর্দ্দিনী' রূপে। আবহে শোনা যায়, 'তাঁর ত্রিশূলে বিনাশ অশুভের'। তারপরই মহিষাসুর রূপে ধ্রুবজ্যোতি সরকারের দেখা মেলে। তারপর তাঁদের মুখোমুখিও হতে দেখা যায়। এরপর তারপর পর্দায় দেবী ‘অন্নপূর্ণা’ রূপে নজর কাড়েন তৃণা সাহার। আর সেখানেই শিব রূপে ইন্দ্রজিতের দেখা মেলে। এরপর লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর সঙ্গে ফের মাতৃরূপে ধরা দেন দেবী। আবহে ভেসে আসে ‘তিনি ত্রাতা, তিনি স্নেহময়ী মাতা’। সঙ্গে আবহে রূপং দেহী জয়ং দেহী মন্ত্রগীতও শোনা যায়। এরপরই দশভূজা রূপে মহিষাসুর মর্দন করতে দেখা যায় দেবীকে। এরপর দেখা যায় 'মাতৃরূপেণ সংস্থিতা' আসছে।
তবে এর আগের প্রোমোয় দেবীর আর এক রূপে ধরা দিতে দেখা গিয়েছিল হিয়া মুখোপাধ্যায়কে। শুভ্রবসন, গলায় শ্বেত পদ্মের মালা, হাতেও শ্বেত পদ্ম। মুখ জুড়ে ভরাভয় ভাব। কিন্তু এই প্রোমোয় তাঁকে দেখা যায়নি।