অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্য কলহ ২০২৪ জুড়ে থেকেছে সংবাদ শিরোনামে। বছরের শেষলগ্নে এসেও সেই বিতর্ক যেন থামবার নয়। বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সহযোগীর বিয়ের অনুষ্ঠানেও মিসিং রাই সুন্দরী। রবিবার সন্ধ্যায় বচ্চন পরিবার একত্রিত হয়েছিল অমিতাভ বচ্চনের মালিকানাধীন প্রোডাকশন হাউস এবি কর্পের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদবের ছেলের রিসেপশনে। সেখানে একফ্রেমে পাওয়া গেল অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং অভিষেক বচ্চনকে। আরও পড়ুন-মিটেছে দূরত্ব! ২য় সন্তানের পরিকল্পনা অভিষেক-ঐশ্বর্যর? লজ্জায় লাল বচ্চন-পুত্র, এল জবাব
সোমবার সকালে পাপারাজ্জো ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বচ্চনদের ছবি শেয়ার করেন। যে ছবিতে জয়া বচ্চনের হাসিমুখ দেখে অবাক সকলেই। কারণ ক্যামেরার সামনে বরাবর বেশ খিটখিটে মেজাজেই ধরা দেন জয়া বচ্চন। গোলাপি ও কমলা রঙের শাড়িতে এদিন ঝলমল করলেন ঐশ্বর্যর শ্বাশুড়ি মা। ছবির কমেন্ট বক্সে নেটিজেনদের দাবি, ‘বউমা পাশে নেই বলেই বোধহয় এতটা চনমনে জয়া বচ্চন’।
সাটিন কালো কুর্তা পাজামার উপর কালো বন্ধগলায় অমিতাভকে হ্যান্ডসাম দেখাচ্ছিল, অভিষেক এই অনুষ্ঠানের জন্য একটি সাদা কুর্তা-পাজামা বেছে নিয়েছিলেন। বচ্চন পরিবারের দীর্ঘদিনের কর্মী রাজেশ, তাঁর স্ত্রী, ছেলে রিকিন যাদব এবং তাঁর নতুন পুত্রবধূ সুরভীর সঙ্গে লেন্সবন্দি হলেন বচ্চন পরিবার।
ছবির কমেন্ট বক্সে একজন লেখেন, ‘জয়া জি হাসছেন! ভাবা যায়?’ ঐশ্বর্যর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেনঅনেকে। গত সপ্তাহে, রাই সুন্দরী তার মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে ক্রিসমাস এবং নতুন বছরের ছুটিতে মুম্বই ছেড়েছেন। সঙ্গে যাননি অভিষেক। তবে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মেয়ের সাপোর্টে হাজির ছিলেন অভিষেক, সঙ্গী হন অমিতাভ বচ্চনও।
শোবিজ জগতে ডিভোর্স আম ব্যাপার। কিন্তু অ্যাশ-অভিষেক জুটির বিচ্ছেদের ভাবনা ঘুম উড়িয়েছিল ভক্তদের। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্য। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় আরাধ্যার। সম্প্রতি অনন্ত আম্বানির বিয়েতে আলাদাভাবে হাজির হওয়ার পর জুটির বিবাহবিচ্ছেদের গুজব ছড়িয়েছিল। আরাধ্যার জন্য ঐশ্বর্য রাইয়ের সাম্প্রতিক জন্মদিনের পোস্টে অভিষেকের অনুপস্থিতি এই গুজবের আগুনে ঘি ঢালে। যদিও পরে জানা যায়, মেয়ের বিশেষ দিনে বেশ হাজির ছিলেন অভিনেতা। আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে অভিষেক-অমিতাভের উপস্থিতিতে খানিকটা হলেও স্বস্তিতে জুটির ভক্তরা।
বচ্চন পরিবারের আসন্ন প্রোজেক্ট
অমিতাভকে আগামীতে ঋভু দাশগুপ্তের কোর্টরুম ড্রামা সেকশন ৮৪ তে দেখা যাবে। অভিষেককে শেষ দেখা গেছে 'আই ওয়ান্ট টু টক' সিনেমায়। ছবিটি বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে, যদিও সমালোচকরা তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। আগামীতে অভিষেককে দেখা যাবে 'হাউসফুল ৫'-এ, যেখানে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, সোনম বাজওয়া, ফারদিন খান, নার্গিস ফাকরি প্রমুখ। শাহরুখ খান অভিনীত 'কিং' ছবিতেও খলনায়কের ভূমিকায় দেখা যাবে জুনিয়র বি-কে। অভিষেক রেমো ডি'সুজার নাচের ছবি বি হ্যাপিতেও দেখা যাবে, যা সরাসরি প্রাইম ভিডিও ইন্ডিয়ায় মুক্তি পাবে। এদিকে, জয়া বর্তমানে বিকাশ বহেলের রোমান্টিক কমেডি দিল কা দরওয়াজা খোলা না ডার্লিংয়ের শুটিং করছেন। পোন্নিয়ান সেলভান ২-এর পর নতুন কোনও ছবির কাজে হাত দেননি রাই সুন্দরী।