আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী অভিনীত ‘রক্তবীজ ২’। তবে এই সিনেমাটি শুধুমাত্র গল্পের জন্য ইউনিক তা কিন্তু নয়, এই ছবিতে আবার একসঙ্গে মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে নুসরত জাহানকে। এক সময়ের এই দুই বন্ধুদের সঙ্গে আবার অভিনয় করতে পেরে কেমন লাগছে অভিনেত্রীর?
সংবাদ প্রতিদিন ডট ইন- এর সঙ্গে সাক্ষাৎকারে শুধুমাত্র নিজের পেশাগত জীবন নয়, ব্যক্তিগত জীবন নিয়েও নানান প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। রাজনীতি থেকে শুরু করে প্রাক্তন স্বামী, অকপটে কথা বলেছেন নিজের জীবনে চলা সমস্ত সমস্যাকে নিয়ে।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
এক সময় মিমি চক্রবর্তীর সঙ্গে ভীষণ ভালো বন্ধুত্ব ছিল অভিনেত্রীর। মাঝে বেশ খানিকটা দূরত্ব তৈরি হলেও আবার একসঙ্গে অভিনয় করে কেমন লাগছে নুসরতের? মিমিকে নিয়ে কথা বলতে গিয়ে নুসরত বলেন, ‘প্রত্যেক বন্ধুত্বেই সমস্যা হয়েই থাকে তবে মিমির অভিনয় দুর্দান্ত। একসঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। যদিও এই ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব বা শত্রুতা কোনওটাই দীর্ঘস্থায়ী হয় না। আমার কাছে শত্রু বলে কিছু হয় না। আমি সেই অর্থে শত্রুতাকে বিশ্বাস করি না তবে বন্ধুত্বও এখন চিরস্থায়ী হয় না।’
অঙ্কুশের সঙ্গে ঠান্ডা লড়াই নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় না ওর সঙ্গে কখনও আমার কোনও লড়াই হয়েছে। ও যদি কোথাও বলে থাকে তাহলে সেটা ওর ব্যাপার, আমি এই বিষয়ে কথা বলব না। আমি এখন কিছু বললেই সেটা নিয়ে বিতর্ক তৈরি হয় তাই কথা না বলাই ভালো।’
আরও পড়ুন: অচ্যুত পোতদারের স্মরণে আবেগ ঘন পোস্ট বোমানের, ‘মিস করছি…’, লিখলেন আমির
আরও পড়ুন: 'মাথায় হাত পড়ে গিয়েছে...', হঠাৎ কী নিয়ে মন খারাপ অনিন্দিতার?
অভিনেত্রী আরও জানিয়েছেন, এই মুহূর্তে তিনি অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান। রাজনীতি নিয়ে কথা বলতে নারাজ তিনি। তবে শুধু অভিনয় নয়, অভিনয়ের পাশাপাশি সমানভাবে গুরুত্ব দিতে চান নিজের সন্তানকে। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার বিতর্ক তৈরি হলেও নুসরত বলেন, প্রাক্তন বা বর্তমান কাউকে নিয়েই আর কোনও সমস্যা নেই তাঁর।
মমতাশঙ্কর প্রসঙ্গে প্রশ্ন করতেই অভিনেত্রী বলেন, তিনি এই বিষয় নিয়ে কোনও কথা বলতে চান না। এখন মানুষ সবকিছু নিয়েই বিতর্ক তৈরি করতে ভালোবাসে। ব্লাউজের শেপ হোক বা বড় ঠোঁট সবকিছু নিয়ে যখন বিতর্ক তৈরি হয়, তাই তিনি এখন নিজের ইচ্ছাতেই তেমনভাবে সমাজ মাধ্যমে পাতায় আসেন না। এককথায় তিনি আর আগের মতো নেই। সবকিছুই খুব সাধারণভাবে গ্রহণ করতে শিখে গিয়েছেন নুসরত, এই শিক্ষাই তাঁকে করে তুলেছে অনেক বেশি শান্ত।