বলিউডের সেরা নৃত্যশিল্পীর তালিকায় সবার উপরে রয়েছেন নোরা ফাতেহি। তাঁর নাচের দক্ষতা যে কারও কাছে ঈর্ষনীয়। ৬ ফেব্রুয়ারি ৩১ বছরে পা দিলেন নোরা। দুবাইয়ের ইয়টে বন্ধুদের সঙ্গে পার্টি করে দিনটি উদযাপন করলেন বলিউডের এই ‘আইটেম গার্ল’। কেমন করে এই জন্মদিনটা কাটালেন নোরা? ইনস্টাগ্রামে সেই ঝলকও শেয়ার করেছেন অভিনেত্রী।
জন্মদিনে ফ্লোরাল প্রিন্ট টপের সঙ্গে মিনি স্কার্ট পরেছেন নোরা। বান্ধবীদের সঙ্গে উদ্দাম নাচে মত্ত অভিনেত্রী। কোমর দুলিয়ে দুলিয়ে বেলি ড্যান্স করছেন তিনি। সামনে রাখা জন্মদিনের কেক এবং ফুলের তোড়া। ভিডিয়ো শেয়ার করে নোরা লেখেন, ‘আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু মনোযোগ আমাকেই দিয়েছে’।
বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিনটি রঙিন করলেন অভিনেত্রী। বেলি ড্যান্সে মগ্ন হতে দেখা গিয়েছে বার্থ ডে গার্লকে। নোরা ভিডিয়োটি শেয়ার করতেই কমেন্টে জন্মদিনের শুভেচ্ছার বন্যা। নেটিজেনরা ভালোবাসা উজাড় করেছেন তাঁর পোস্টে। আরও পড়ুন: লতা মঙ্গেশকরের প্রথম মৃত্যুবার্ষিকী, স্মরণ করলেন কাজল, হেমা, আশা, রবিনারা