প্রায় ২০ বছরের দাম্পত্য জীবন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার। অনেকের কাছেই আদর্শ দম্পতি ছিলেন তাঁরা। দুই সন্তানকে নিয়ে সুখেই সংসার চলছিল এই দম্পতির। কিন্তু আচমকাই যেন সবকিছু পাল্টে গেল। নীলাঞ্জনার সঙ্গে নিজের পথ আলাদা করে নিলেন যিশু।
এই মুহূর্তে স্ত্রী এবং সন্তানদের সঙ্গে থাকেন না যিশু সেনগুপ্ত। নেপথ্যে ঠিক কোন কারণ তা জানা না গেলেও টলিপাড়ায় গুঞ্জন, মুম্বইয়ে কোনও এক নারীর সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন যার ফলে দুজনের পথ আলাদা হয়ে যায়।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
সোশ্যাল মিডিয়া থেকে স্বামীর সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন নীলাঞ্জনা। নিজের নাম থেকে মুছে দিয়েছেন শশুর বাড়ির পদবীও। যদিও আইনিভাবে এখনও বিচ্ছেদ ঘটেনি। ভগ্নপ্রায় এই সম্পর্ক নিয়ে একাধিকবার জিজ্ঞাসা করা হলেও যিশু সেনগুপ্ত এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ। যদিও নীলাঞ্জনার এখন প্রতিটি উৎসব কাটে নিজের দুই সন্তানকে আঁকড়েই।
এবার আরও একবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ভাইরাল হল যা নীলাঞ্জনা-যিশুর বৈবাহিক সম্পর্কের নগ্নতা তুলে ধরল সবার সামনে। দুর্গাপুজো উপলক্ষে বাড়ির নতুন নেমপ্লেট তৈরি করিয়েছেন নীলাঞ্জনা। এই নতুন নেমপ্লেটে তিনি নিজের এবং দুই সন্তানের নাম রাখলেও রাখেননি স্বামীর নাম।
নেমপ্লেটে ওপরে বড় বড় করে লেখা নীলাঞ্জনা, নিচে লেখা সারা ও জারা। একেবারে শেষে একটি হার্ট শেপের ছবি এবং একটি বাড়ির ছবি লাগানো রয়েছে। এই ভাবেই কি ধীরে ধীরে নিজেকে বৈবাহিক সম্পর্ক থেকে মুক্ত করছেন নীলাঞ্জনা? উত্তর জানা নেই তবে এই নতুন নেমপ্লেট নিজেই অনেক প্রশ্নের উত্তর।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, সম্প্রতি সৌরভ দাসের সঙ্গে নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন যিশু। প্রযোজনা সংস্থার নাম রেখেছেন ‘হোয়াই সো সিরিয়াস’। কিছুদিন আগেই দুর্গাপুজো উপলক্ষে একটি নতুন গান মুক্তি পেয়েছে এই প্রযোজনা সংস্থার তরফ থেকে।
এর আগেও স্ত্রীর সঙ্গে জুটি বেঁধে একটি নতুন প্রযোজনা সংস্থা শুরু করেছিলেন অভিনেতা তবে এখন পথ আলাদা হয়ে যাওয়ায় নতুন করে সহকর্মীর সঙ্গে প্রযোজনা সংস্থায় কাজ করছেন যিশু।