ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল নতুন প্রেমের গল্প ‘কুসুম চাঁদ’। পরিচালনায় দেবাশিস ঘোষ দস্তিদার। ছোটো ছবির জগতে নতুন ছন্দের গল্প বলবে এই ‘কুসুম চাঁদ’। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সুরজিৎ প্রামানিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার ও সুরজিৎ প্রামানিক।
ছবির প্রেক্ষাপট, পাড়ার মোড়ে রতন কাকার চায়ের দোকান। সেখানেই চাঁদু তার বন্ধু বাঁটুল ও রবিকে নিয়ে আড্ডা জমায় তাদের গানের আসর নিয়ে। তাদের 'ইতিকথা' নামে একটা বাংলা ব্যান্ডও আছে। কুসুমকে পটাতে গান বাঁধে চাঁদু। এরপর?
আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে মন্দিরে পুজো দিলেন মৌনি-সূরজ, রইল ছবি
ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক দেবাশিস ঘোষ দস্তিদার জানান, 'চাঁদুর দু চোখে দুটো স্বপ্ন, গান গাওয়া এবং প্রেম ফিরে পাওয়া। রোজকার মতন আজকেও তারা রতন কাকার দোকানে বসে গান গাওয়ার সময় খেয়াল করে, পাড়ার জনপ্রিয় রোমিও লেবুর সঙ্গে চাঁদুর ভালাবোসা কুসুম দেখা করতে এসেছে। কষ্ট সহ্য করতে না পেরে চাঁদুরা একটা গান তৈরি করে, কুসুমের উদ্দেশ্যে গাওয়া শুরু করে। তারপর? কুসুম কি চাঁদুর গানে মোহিত হয়ে তার প্রেমে সাড়া দেবে? এই নিয়েই আমাদের গল্প কুসুম চাঁদ'। হাতেখড়ি নির্মান-এর ব্যানারে মুক্তি পেয়েছে ছবিটি।