সম্প্রতি মুক্তি প্রাপ্ত ওয়েব সিরিজ 'আইসি ‘814: দ্য কান্দাহার হাইজ্যাক’ (IC 814: The Kandahar Hijack) নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। সিরিজের প্রধান চরিত্রে বিজয় ভার্মাকে দেখা গিয়েছে। মূলত বিমান হাইজ্যাক নিয়েই গল্প। গল্পে যারা হাইজ্যাক করতে আসবে তাদের মধ্যে দুই ছিনতাইকারীর নাম দেওয়া হয়েছে 'ভোলা' এবং 'শঙ্কর'। আর এই নাম রাখাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বড় বিতর্ক।
এই সিরিজটি ১৯৯৯ সালের একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এক্ষেত্রে নেটাগরিকদের একদলের বক্তব্য হাইজ্যাক করার পর ওই ছিনতাইকারীরা যখন ধরা পড়ে, তখন জানা যায় যে এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীরা মুসলিম ছিল। তাই নেটিজেনরা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের জন্য পরিচালক অনুভব সিনহার নিন্দা করেছেন।
আরও পড়ুন: সুশান্ত মারা যাওয়ার ৪ বছর! নিখিল কামাথকে বিয়ে করছেন, জবাব দিলেন রিয়া
ফ্রি প্রেস জার্নালের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, পাঁচ ছিনতাইকারীর নাম ইব্রাহিম আতহার, শহীদ আখতার সাঈদ, সানি আহমেদ কাজী, জহুর মিস্ত্রি এবং শাকির, তারা পাকিস্তানের একটি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য ছিল। তাই আইসি '814: দ্য কান্দাহার হাইজ্যাক' সিরিজে, সন্ত্রাসবাদীদের নাম 'ভোলা' এবং 'শঙ্কর' রাখায় তাই ক্ষিপ্ত দর্শকদের একাংশ।
এই পরিবর্তন দর্শকরা ভালো ভাবে গ্রহণ করেননি। সন্ত্রাসবাদীদের নাম পরিবর্তন করার জন্য তাঁরা খুব স্বাভাবিক ভাবেই অনুভব সিনহার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'সন্ত্রাসবাদীর নাম ছিল 'শঙ্কর' এবং 'ভোলা', যদি সন্ত্রাসবাদের কোনও ধর্মই না থাকে, তাহলে নামগুলো বদলানো কেন?'
আরও পড়ুন: ‘কিছু ফেসবুকি CPM ঝাঁপিয়ে পড়ে..’, মহামিছিল নিয়ে বিস্ফোরক, ‘ধান্দাবাজ’ চিহ্নিত করার নিদান জিতু
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'সিনেমাতে এই ভাবেই হোয়াইটওয়াশিং করা হয়।' এক ব্যক্তি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'অপহরণকারীদের 'শঙ্কর' এবং 'ভোলা নামকরণের জন্য অনুভব সিনহা লজ্জা পাওয়া দরকার! খবর অনুযায়ী সমস্ত ছিনতাইকারীরা ছিল মুসলিম।'
অন্য এক, নেটিজেনরা উল্লেখ করেছেন যে, 'অপারেশনের সময় ছিনতাইকারীরা 'ভোলা' এবং 'শঙ্কর' এই দুটি নাম সাংকেতিক নাম হিসেবে ব্যবহার করেছিল। তবে এই বিষয়টা সিরিজে আরও পরিষ্কার ভাবে ব্যাখ্যা করা উচিত ছিল।'
প্রসঙ্গত, বিজয় ভার্মা ছাড়াও এই সিরিজে নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, পত্রলেখা, দিয়া মির্জা, অরবিন্দ স্বামী এবং অন্যান্যরাও রয়েছেন। সিরিজটি ২৯ অগস্ট ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার হয়েছিল।