বাংলা নিউজ > বায়োস্কোপ > Nephew of Netaji Passes Away: প্রয়াত অর্ধেন্দু বসু, নেতাজির ভাইপো ছিলেন নামজাদা মডেল, বলা হত ভারতের ব্রুস লি
পরবর্তী খবর
Nephew of Netaji Passes Away: প্রয়াত অর্ধেন্দু বসু, নেতাজির ভাইপো ছিলেন নামজাদা মডেল, বলা হত ভারতের ব্রুস লি
1 মিনিটে পড়ুন Updated: 09 Aug 2023, 11:16 AM ISTSuman Roy
Nephew of Netaji Subhas Chandra Bose Passes Away: নেতাজির ভাইপো অর্ধেন্দু বসুকে দেশ চিনত পেশাদার মডেল এবং অভিনেতা রূপেই।
প্রয়াত অর্ধেন্দু বসু
প্রয়াত অর্ধেন্দু বসু। এক সময় যাঁরা দূরদর্শনের নিয়মিত দর্শক ছিলেন, তাঁদের কাছে অর্ধেন্দু ছিলেন পরিচিত মুখ। বহু বিজ্ঞাপনের মডেল এবং বেশি কিছু সিনেমার অভিনেতা হিসাবেই তাঁকে চিনত দেশ। কিন্তু এর পাশাপাশি তাঁর ছিল এক পারিবারিক পরিচয়ও। তিনি ছিলেন নেতা সুভাষচন্দ্র বসুর ভাইপো। এহেন অর্ধেন্দু বসু সোমবার মুম্বইয়ে তাঁর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর স্ত্রী কারমেন বসু সংবাদমাধ্যমকে এই খবরটি জানিয়েছেন।
নেতাজির কনিষ্ঠ ভাই শৈলেশচন্দ্র বসুর ছেলে ছিলেন অর্ধেন্দু। এক সময় রাজনীতি এবং ভারতের ইতিহাস আলোচনায় রীতিমতো সক্রিয় ছিলেন অর্ধেন্দু। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে নেতাজির লড়াইয়ের সময় থেকে কীভাবে তাঁদের পরিবারকে অত্যাচারের মুখে পড়তে হয়েছিল। তাঁর বাবা এবং মা’কেও ছাড়েনি ব্রিটিশরা। অত্যাচার নেমে এসেছিল তাঁদের উপরেও। এ সব ঘটনাই অর্ধেন্দুর মনে মারাত্মক ছাপ ফেলেছিল।
এসবের পাশাপাশি অর্ধেন্দু আজাদ হিন্দ বাহিনীর সৈনিকদের মধ্যে যাঁরা জীবিত ছিলেন, তাঁদের অধিকার রক্ষা নিয়েও দীর্ঘ দিন ধরে সরব ছিলেন। যদিও এই পরিচয়ের পাশাপাশি অন্য একটি কারণে সারা ভারতের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।
কীভাবে সারা ভারতের কাছে এক সময়ে পরিচিত মুখ হয়ে ওঠেন নেতাজির এই ভাইপো? সত্তরের দশকে মুম্বইয়ে চলে যান অর্ধেন্দু। সেখানেই কেরিয়ার শুরু করেন মজেল হিসাবে। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘কোবরা’, ‘মেরা ইয়ার মেরা দুশমন’, ‘বিষকন্যা’র মতো পরিচিত ছবি। ‘কোবরা’ ছবির সূত্রে তাঁকে ভারতের ব্রুস লিও বলা হত এক সময়ে। মাঝে তিনি বাংলাতেও একটি ছবিতে অভিনয় করেন। সেটির নাম ছিল ‘কালকূট’। কেরিয়ারের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছিলেন মুম্বইয়ে। তবে সিনেমা নয়, তাঁকে অধিক পরিচিতি দিয়েছিল অন্য একটি জিনিস।
১৯৭০ সালের পরে তিনি তৎকালীন বম্বে ডায়িং কোম্পানির মডেল হিসাবে চুক্তি সই করেন। বহু বছর এই প্রতিষ্ঠানের মডেল হিসাবে তিনি কাজ করেছিলেন। আর তার সূত্রেই তিনি পৌঁছে যান দেশের ঘরে ঘরে। যদিও অনেকেই জানতেন না, বম্বে ডায়িংয়ের মডেল হিসাবে তাঁরা যাঁকে দেখছেন, তিনি খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো।