Netaji Subash Chandra Bose: আন্দামান নিকোবর দ্বীপে পা রেখে নেতাজি তৈরি করেছিলেন নয়া ইতিহাস! ফিরে দেখা সেই অধ্যায়
Updated: 23 Jan 2023, 03:32 PM IST Sritama Mitra 23 Jan 2023 Netaji Subhash Chandra Bose, relation with Netaji and andaman nicobar islands, History of Netaji subhash Chandra Bose, নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপের সম্পর্ক।, নেতাজি সুভাষ চন্দ্র বসু২৩ জানুয়ারি ২০২৩ এ দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসপর ১২৬ তম জন্মবার্ষিকী। পরাক্রম দিবস উপলক্ষ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ২১ দ্বীপকে পরমবীর চক্র সম্মানে ভূষিতদের নামে নামাঙ্কিত করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ টুইটে লেখেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য যে সুভাষজিকে ভুলিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু যাঁরা সাহসী তারা তাদের স্মৃতির জন্য কারো উপর নির্ভরশীল নন।’ নেতাজির স্মৃতি বিজড়িত এই দ্বীপের স্বাধীনতা সম্পর্কিত এক অধ্য়ায়ের ইতিহাস একনজরে।
২৯ ডিসেম্বর নেতাজির চিকিৎসক ডিএস রাজু ছিলেন তাঁর সঙ্গে। সেই দিন তিনি পোর্টব্লেয়ারে পা রাখেন। নেতাজিকে স্বাগত জানান শর্বরী আনন্দ, মোহন সাহায়,ক্যাপ্টেন রাওয়াতরা। সঙ্গে ছিলেন বহু বর্মার নাগরিক ও ভারতীয়রাও। পরের দিন ৩০ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আন্দামানের নাম নেতাজি রেখেছিলেন শহীদ, আর নিকোবরের নাম স্বরাজ।
(Wikipedia) পরবর্তী ফটো গ্যালারি