Man in Telangana wearing a 2 kg gold necklace: নিজেকে সোনায় মুড়ে রাখতে পছন্দ করেন তেলেঙ্গানার এই ব্যক্তি। গলায় ২ কেজির সোনার বাজপাখি পরে থাকেন। নরেদলা প্রবীণ কুমার, তিনি পরিচিত ওয়ারাঙ্গল ঈগল প্রবীণ নরেদলা নামেও।
গলায় ২ কেজির সোনার বাজপাখি পরে থাকেন ওয়ারাঙ্গল ঈগল প্রবীণ নরেদলা
সোনার গয়না পরা একটি প্রাচীন ভারতীয় ঐতিহ্য। এটি ভারতীয় সংস্কৃতিতে সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় সোনা। উত্সব এবং বিশেষ অনুষ্ঠানে প্রায়শই উপহার হিসেবেও দেওয়া হয়। সোনার মধ্যে রয়েছে সোনার গয়না, কয়েন এবং বার কেনা। এই সোনার গয়না নারীদের প্রথম পছন্দ।
কিন্তু এখানে এমন একজন মানুষের কথা বলব যিনি নিজেকে সোনায় মুড়ে রাখতে পছন্দ করেন। বিশেষ করে এমন একজনের কথা বলব, যিনি গলায় ২ কেজির সোনার বাজপাখি পরে থাকেন। নরেদলা প্রবীণ কুমার, তিনি পরিচিত ওয়ারাঙ্গল ঈগল প্রবীণ নরেদলা নামেও। তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে জন্ম তাঁর। এখন থাকেন কাশিবুগা এলাকায়। লোকে তাঁকে চেনেন গলায় একটি উড়ন্ত বাজপাখির সোনার গয়না পরা দেখে। তার নিচে একটি তাবিজ রয়েছে। আরও পড়ুন: পাসপোর্ট হারিয়ে ফেলেছেন মৌনি? কী হবে এবার? চিন্তায় ঘাম ছুটেছে নায়িকার
অনেকেই প্রথম দেখাতে বুঝে উঠতে পারেন না নরেদলা প্রবীণ কুমার আসলে কী করেন। কেউ ভাবেন তিনি পেশায় অভিনেতা, আবার কেউ ভাবেন কাছাকাছি হয়তো কোথাও শ্যুটিং চলছে তাই এমন ভাবে তিনি। কিন্তু বাস্তবটা জানলে অনেকেই হকচকিয়ে যান। বছর চল্লিশের নরেদলা প্রবীণ কুমার তিন সন্তানের বাবা। তবে তাঁর পোশাক এবং ফ্য়াশন সেন্সে এখনও যেন তিনি অল্প বয়সী কোনও পুরুষের মতো দেখতে।