বিগত কয়েক মাস ধরে বীরভূমের শান্তিনিকেতনে যাতায়াত করছেন অরিজিৎ সিং। শান্তিনিকেতনে একটি সিনেমার শ্যুটিংয়ের কাজে ব্যস্ত সঙ্গীতশিল্পী। কিন্তু এর মাঝেই ঘটে গেল একটি অঘটন। শান্তিনিকেতনের স্থানীয় এক বাসিন্দা গুরুতর অভিযোগ দায়ের করলেন গায়কের দেহরক্ষীর বিরুদ্ধে।
শান্তিনিকেতনের সুভাষপল্লীর বাসিন্দা এসরাজ শিল্পী কমলাকান্ত লাহা। তিনিই গায়কের দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওই ব্যক্তির অভিযোগ অনুযায়ী, তাঁকে রাস্তা থেকে চ্যাংদোলা করে সরিয়ে দিয়েছেন গায়কের টিমের সদস্য।
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, বুধবার বিকেলে শান্তিনিকেতন থানার পুলিশের অনুমতি নিয়ে সেখানকার তালতোড় এলাকায় চলছিল শ্যুটিং। সেখানে যথেষ্ট পুলিশও মোতায়ন করা ছিল। এই শ্যুটিংয়ের জন্যই রাস্তা আটকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ওই ব্যক্তি।
ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি বাইকে করে কোপাইয়ের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সংগীতশিল্পী নিরাপত্তা রক্ষীরা পথ আটকে দাঁড়ান সুভাষপল্লীর ওই বাসিন্দাকে। প্রথমে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলায় কমলাকান্ত বাবু কোনও আপত্তি জানাননি।
কিন্তু ১৫ মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যখন রাস্তা অবরোধ করে রাখা হয় তখন গায়কের দেহরক্ষীকে পথ ছেড়ে দেওয়ার অনুরোধ করেন ওই এসরাজ শিল্পী। কিন্তু দেহরক্ষী জানান, আরও ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এখানেই শুরু হয় গন্ডগোল।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
দেহরক্ষীর বারণ না শুনে বলপূর্বক ওই রাস্তা দিয়ে যেতে চাইলে কমলাকান্তকে প্রায় চ্যাংদোলা করে সরিয়ে দেন অন্য এক দেহরক্ষী। সেই সময় হাতের একটি আংটিও হারিয়ে ফেলেন তিনি। এরপর পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ ওই ব্যক্তি।
গোটা ঘটনায় কমলাকান্তবাবু নিজের ক্ষোভ জানালেও এখনও পর্যন্ত অরিজিৎ বা তাঁর নিরাপত্তারক্ষীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া জানতে পারা যায়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন জেলা পুলিশ সুপার আমনদীপ।