কদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্রুণাল ঠাকুর। বিশেষ করে এক সাক্ষাৎকারে বিপাশা বসুকে নিয়ে তাঁর আলটপকা মন্তব্যের কারণে নেটপাড়ার রোষেও পড়েন তিনি। এবার ফের একটি ভিডিয়ো ভাইরাল, যেখানে দেখা গেল যে অনুষ্কা শর্মার নাম না করেও, কটাক্ষভরা মন্তব্য করছেন ম্রুণাল।
নতুন এক সাক্ষাৎকারে নাম না করে অনুষ্কা শর্মাকে নিয়ে এমন কিছু বললেন মৃণাল, যা মানুষের একেবারেই পছন্দ হয়নি। তাঁর ভিডিয়ো দেখে নেটপাড়ার রোষ, এটাই মৃণালের প্যাটার্ন। তিনি অন্য মহিলাদের ছোট করেন।
ম্রুণাল ঠাকুরের এই ভিডিয়োটি রেডিটে আপলোড করা হয়েছে। এতে মৃণালকে সেই সিনেমাগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যেগুলি তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং সুপারহিট হয়েছিলেন। এ বিষয়ে ম্রুণাল বলেন, ‘অনেক সিনেমা রয়েছে’। এরপর ম্রুণালকে এই বিষয়ে আরও জিজ্ঞাসা করা হলে তিনি ইতস্তত করে জবাব দেন, ‘এটি সুপারহিট ছিল এবং এতে কাজ করা অভিনেত্রীকেও উচ্চতায় পৌঁছতে সহায়তাও করেছিল। তখন আমার মনে হয়েছিল, ওই সময় যদি ওই ছবিটা করতাম, তাহলে নিজেকে হারিয়ে ফেলতাম। সেই অভিনেত্রী এখন কাজ করছেন না, তবে আমি যদি এটা করতাম, তাহলে নিজের কাছেই হেরে যেতাম। কারণ আমি এক মুহূর্তের সন্তুষ্টি বা দ্রুত স্বীকৃতি বা খ্যাতি চাই না, কারণ আপনি এভাবে যা কিছু পাবেন তা সঙ্গে সঙ্গে হারিয়েও যাবে।’
ম্রুণাল হয়তো কারও নাম নেননি, তবে লোকেরা অনুমান করেছেন যে, তিনি অনুষ্কা শর্মা এবং সুলতান সিনেমার কথা বলছেন। এমনকী, ম্রুণাল যখন তাঁর ছবি জার্সির প্রচারের জন্য বিগ বস ১৫-তে এসেছিলেন, তখন সলমন জানিয়েছিলেন, ম্রুণালকে প্রথমে সুলতানের জন্য ভাবা হয়েছিল। সালমান আরও বলেছিলেন যে, ম্রুণালের শরীর তখন কুস্তিগীরের মতো ছিল না।
ম্রুণালের এই ভিডিয়ো সামনে আসতেই সমালোচনায় ভরিয়েছেন রেডিট ব্যবহারকারীরা। একজন লেখেন, ‘যে মেয়েরা, অন্য মেয়েদের ছোট করে, সমালোচনা করে, তাদের আমি একদম পছন্দ করি না।’ আরেকজন লেখেন, ‘বিপাশা সম্পর্কে তিনি যা বলেছিলেন, তা ক্ষমা করে দেওয়া হয়েছিল। কারণ তখন তিনি ছোট ছিলেন। তবে এটা সম্প্রতিই বলা। ভীষণ অপমানজনক। অহংকারী লাগছে ম্রুণালকে এখানে।’
আরেকজন লেখেন, ‘এত অহংকার ভালো না। ভালো মানুষদেরও নগন্য করে দেয় এই অহংকার।’