সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে এই ছবিতে চোখ পড়তেই যেন চমকে উঠল নেটপাড়া। প্রশ্ন উঠল, এটা কে! যেই অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটা শেয়ার করে হয়েছে সে টেলি জগতের চকোলেট বয়। তার এরকম হাল হল কী করে?
পারলেন চিনতে? এই ছবি আর কারও না, বরং শন বন্দ্যোপাধ্যায়ের। ‘মন ফাগুন’ ধারাবাহিকে এই মুহূর্তে দেখা মিলছে তাঁর ঋষিরাজের চরিত্রে। সেখানে অনস্ক্রিন অভিনেত্রী পিহু অর্থাৎ সৃজলার সঙ্গে তাঁর রসায়নও চোখে পড়ার মতো।
ভাবছেন কেন এই ভোলবদল। আসলে নকল প্রিয়দর্শিনীর পরদা ফাঁস করতে নিজের চেহারা বদলে ফেলেছে ঋষি। প্রিয়দর্শিনী আর তার প্রেমিক কী ক্ষতি করতে চাইছে তার পরিবারের সেটা জানাই এখন প্রধান লক্ষ। তবে নিজের ‘বুড়ো চেহারা’ এতটাই মনে ধরল শনের, যে বানিয়ে ফেললেন রিল ভিডিয়ো। আরও পড়ুন: প্রথম ‘নায়িকা’ পল্লবীর মৃত্যুর খবরে বড় ধাক্কা, শোকস্তব্ধ শন বন্দ্যোপাধ্যায়
রিলসে কমেন্ট চোখে পড়ার মতো। এক ভক্ত লিখেছেন, ‘জানু এর থেকে বোঝা যায় বুড়ো বয়সেও তোমাকে এতটাই হ্যান্ডু লাগবে।’ আরেকজন লিখেছেন, ‘এরকম একটা হ্যআন্ডু পার্টনার চাই আমি যখন আমার বয়স ৭০ বছর হবে।’