মাসখানেক আগে মিঠু চক্রবর্তীর হরগৌরী পাইস হোটেল থেকে সরে দাঁড়ানো কপালে ভাঁজ ফেলেছিল অনেকের। অনেকেরই ধারণা হয়, কোনও জটিল রোগে আক্রান্ত তিনি। ইন্ডাস্ট্রির ভিতর থেকে, মিঠুর ক্যানসার আক্রান্ত হওয়ার খবরও মিলেছিল। এবার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী কথা বললেন, স্ত্রীর অসুস্থতা নিয়ে।
সব্যসাচী টিভি নাইনকে জানিয়েছেন, মিঠু স্তন ক্যানসারে আক্রান্ত। সোমবার আছে তাঁর ৬ নম্বর কেমো। পাঁচটি কেমো সেশন ভালোভাবেই হয়েছে। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে হয় অস্ত্রোপচার। তারপর শুরু হবে কেমো। আর সেটি শেষ হলে রেডিয়ো থেরাপি শুরু করা হবে।
আরও পড়ুন: শাহরুখ-অক্ষয়ের ভাইচারা! মোদী মিলিয়ে দিল খিলাড়ি আর পাঠানকে, ছবি নিয়ে উচ্ছ্বাস
এপ্রিলেই শোনা গিয়েছিল, ক্যানসারের কারণে হরগৌরী পাইস হোটেল থেকে সরে আসতে বাধ্য হন তিনি। শরীর আর সঙ্গ দিচ্ছিল না শ্যুটিংয়ের ঝক্কিতে। প্রয়োজন হয়ে পড়েছিল বিশ্রাম নেওয়ার। আপাতত মিঠুকে আগলে রাখছে গোটা সব্যসাচী পরিবার। বিশেষ করে, স্ত্রীর দেখভাল করছেন সব্যসাচী।
আরও পড়ুন: ইউভানকে এক ধারে বসিয়ে রাজের সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী! ‘এ কেমন মা’, ছি ছি নেটপাড়ার
যদিও নিজেও শারীরিকভাবে বেশ অসুস্থ ফেলুদা। মার্চ মাসে বড় ছেলে গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠানের পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছিল, রাতে হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তারকার। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর জানা যায় হার্টে ব্লক রয়েছে তাঁর। পেসমেকার বসানো হয়েছে। আপাতত তিনি অনেকটাই সুস্থ।
আরও পড়ুন: ‘এটা তো গর্বের বিষয়’! এত হিট দিয়েও ‘আউটসাইডার’ তকমা, কী বলছেন কার্তিক আরিয়ান?
১৯৮৬ সালে বিয়ে করেন সব্যসাচী ও মিঠু চক্রবর্তী। ১৯৮৭ সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান গৌরবের। আর ছোট ছেলে অর্জুনের জন্ম ১৯৯০-তে। দুই ছেলেই প্রতিষ্ঠিত সিনেমার জগতে। অভিনেতা হিসেবে মন কেড়েছেন লাখ-লাখ মানুষের। শুধু তাই নয়, দুজনেই সংসার করছেন গুছিয়ে। ২০১৬ সালের মার্চ মাসে বিয়ে করেন অর্জুন, তাঁর স্ত্রীর নাম সৃজা। আর অন্য দিকে, ২০১৭ সালে বিয়ে করেন গৌরব আর ঋদ্ধিমা। অর্জুনের রয়েছে একটি কন্যা সন্তান, আর গৌরবের একটি ছেলে। কাজের বাইরে দুই নাতি-নাতনি ও গোটা পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন দাদু-ঠাকুমা।