শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের দুই সন্তান জৈন এবং মিশা। কিছুদিন আগেই মেয়ের নবমতম জন্মদিন পালন করেছেন এই তারকা দম্পতি। এবার ছোট ছেলে জৈনের সপ্তমতম জন্মদিনের পালা। ছেলের জন্মদিনে ছবি পোস্ট করে কী লিখলেন মীরা?
শুক্রবার ছেলের একটি মিষ্টি ছবি পোস্ট করে মীরা লেখেন, ‘আমাদের জৈনকে জানাই সপ্তম তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার উপস্থিতি প্রতিদিন আমার জীবনকে কোলাহলপূর্ণ করে তোলে। চলো আরেকটি ঝড় তোলার সময় এসে গিয়েছে।’ ছবিতে জৈনকে হাসি মুখে বল নিয়ে মাঠে বসে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
কিছুদিন আগে মেয়ের জন্মদিনেও একটি ছবি পোস্ট করেছিলেন মীরা। একটি বাঁশের ওপর বসে থাকতে দেখা যায় নিশাকে। মেয়ের জন্মদিনে ছবি পোস্ট করে মীরা লিখেছিলেন, ‘শুভ নবমতম জন্মদিন আমার মিষ্টি সোনা। আমার ছোট্ট মেয়েটা এখন বড় হয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ জুলাই ধুমধাম করে বিয়ে হয় শাহিদ এবং মীরার। শাহিদ মীরার থেকে বয়সে অনেকটাই বড়, তাই বিয়ের পর কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল মীরাকে। যদিও পরবর্তীকালে সেই প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসেন তিনি।
২০১৬ সালে মেয়ের জন্ম দেন মীরা, ২০১৮ সালে জন্ম দেন জৈনকে। সম্প্রতি এই দম্পতি ছুটি কাটাচ্ছেন লন্ডনে। খুব সম্ভবত দুই ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষেই এই ঘুরতে যাওয়া।
আরও পড়ুন: 'বহুদিন হল নিখোঁজ...', জন্মদিনে কাকে হারিয়ে চিন্তিত শ্রীলেখা?
আরও পড়ুন: শরৎচন্দ্রের ‘পথের দাবি’-র ছায়ায় সিনেমা নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে মুক্তির তারিখ
শাহিদ অভিনয় করেছিলেন দেবা ছবিতে। এই সিনেমাটি ছিল ২০১৩ সালের মালায়ালাম ছবি মুম্বই পুলিশ সিনেমার রিমেক। সিনেমায় শাহিদের সঙ্গে অভিনয় করেছিলেন পূজা হেগড়ে। দেবা একটি অসাধারণ সিনেমা হওয়া সত্ত্বেও বক্স অফিসে সফলতা অর্জন করতে পারেনি। বিশ্বব্যাপী সিনেমাটি মাত্র ৫৯ কোটি টাকা আয় করেছিল।
তবে আর কিছুদিনের মধ্যেই বিশাল ভরদ্বাজের ছবির নামকরণ করা হবে। ইতিমধ্যেই ছবির কাজ শেষ হয়ে গিয়েছে। সিনেমায় শাহিদ ছাড়া অভিনয় করতে দেখা যাবে তৃপ্তি দিমরি, নানা পটেকর, ফরিদা জালাল, অবিনাশ তিওয়ারি, দিশা পাটানি।