আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ এবং নন্দিতা পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’। এই সিনেমায় আবারও সংযুক্তা মিত্রের চরিত্রে অভিনয় করবেন মিমি চক্রবর্তী। মিমি ছাড়াও অভিনয় করবেন আবির, অঙ্কুশ, নুসরত, কৌশানী, ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সীমা বিশ্বাস।
সিনেমাতে প্রাক্তনের রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের জীবনের কিছু অংশ তুলে ধরা হয়েছে। প্রণব মুখোপাধ্যায়ের শ্বশুরবাড়ি যেহেতু বাংলাদেশে ছিল, তাই এই সিনেমায় বাংলাদেশের বিভিন্ন দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। ছবিতে অঙ্কুশকে দেখা যাবে একেবারে অনবদ্য একটি চরিত্রে অভিনয় করতে। শুধু যারা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাঁরা নন, এই ছবিতে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকেই নাকি অনবদ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করলেও সিনেমা মুক্তির আগেই সমাজমাধ্যমের পাতায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল মিমির বিকিনি লুক। নীল রঙের বিকিনিতে মিমিকে দেখে অনেকেই দীপিকা এবং কিয়ারার সঙ্গে তুলনা করেছিলেন অভিনেত্রীকে। তবে শুধু বলি অভিনেত্রীদের সঙ্গে তুলনা করেই ব্যাপারটা ক্ষান্ত হয়নি, মিমির লুক এতটাই ভাইরাল হয়েছিল যে এবার বলিউড থেকে ডাক এল অভিনেত্রীর কাছে।
যদিও ইতিমধ্যেই বিক্রম মোতওয়ানে পরিচালিত সিনেমায় অভিনয় করছেন মিমি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে রাজকুমার রাওয়ের বিপরীতে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এর মধ্যেই আবার বলিউড থেকে ডাক এল মিমির কাছে।
আরও পড়ুন: অচ্যুত পোতদারের স্মরণে আবেগ ঘন পোস্ট বোমানের, ‘মিস করছি…’, লিখলেন আমির
আরও পড়ুন: 'মাথায় হাত পড়ে গিয়েছে...', হঠাৎ কী নিয়ে মন খারাপ অনিন্দিতার?
শুনতে পাওয়া যাচ্ছে, এবার নাকি পরিচালক সুজিত সরকারের সঙ্গে কাজ করতে চলেছেন মিমি। যদিও এই বিষয় নিয়ে পরিচালক বা মিমি কোনও কথা বলেননি। তবে জানা গিয়েছে একটি প্রথম সারির গয়না প্রস্তুতকারী সংস্থার মুখ হলেন মিমি, যে সংস্থা একটি বিজ্ঞাপনী ছবি বানাতে চলেছে।
এই ছবিটি পরিচালনা করবেন সুজিত সরকার। বোঝাই যাচ্ছে সুজিত সরকারের সঙ্গে একটি বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন মিমি চক্রবর্তী। যেহেতু এই ছবিটি পুজোর জন্য তৈরি করা হচ্ছে, তাই দূর্গাপুজোর আগে ব্যাক টু ব্যাক দুটি ভিন্ন চরিত্রে ধরা দিতে দেখা যাবে অভিনেত্রীকে।