সোনালি চুল, নীল চোখ, বাংরেজি ভাষা। ‘মেম বউ’ হিসাবে একটা সময় বাংলা সিরিয়ালে ঝড় তুলেছিলেন বিনীতা চট্টোপাধ্যায়। এই নিয়ে দু'বার বসেছেন বিয়ের পিঁড়িতে। বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণকে সাক্ষী রেখে বিয়ে করলেন অভিনেত্রী।
একটাই সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপর আর ৯ বছর তাঁকে ক্যামেরার সামনে দেখা যায়নি। এর মধ্যে দু’বার বিয়ে হয়েছে বিনিতার। নভেম্বরে আবার সারবেন তৃতীয় বিয়ে! তবে বর আলাদা নন, একজনকেই দু'বার বিয়ে করেছেন বিনীতা।
আরও পড়ুন: 'তুই আমার হিরো'তে টানটান মোড় আসতেই মুখ বদল ‘মধুবনী’র! এন্ট্রি নিলেন সদ্য বিবাহিত এ কোন অভিনেত্রী?
আনন্দবাজার ডট কম এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘ধারাবাহিকে সাফল্যের পরেও যে ধরনের চরিত্র পাচ্ছিলাম সেটা আমার পছন্দ হচ্ছিল না। আমি তখন সাংবাদিকতা করছিলাম। যে সংস্থার হয়ে কাজ শুরু করি সেখানেই ছিলেন মুখ্য আধিকারিক বদ্রীনাথ বিশাল। বিশালের আমাকে খুবই পছন্দ। সেটা ওর আচরণে বুঝতাম। হাজার হোক, আমি তো মেয়ে! আমি এত সহজে রাজি হই কী করে!’
তারপর একে অপরের প্রেমে পড়েন তাঁরা। ২০২২ সালে ঘুরতে গিয়েছিলেন কেদারনাথে। সেই সময় ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগে মুখে পড়েন তাঁরা। গৌরীকুণ্ডের নীচে সোনপ্রয়াগে পৌঁছলেন বৃষ্টি থামে। তারপর তাঁরা একটি মন্দিরে যান, সেখানে সুশান্ত সিংহ রাজপুতের ছবি ‘কেদারনাথ’-এর শ্যুটিং হয়েছিল। তাছাড়াও মন্দিরের পুরোহিতের থেকে জানতে পারেন, এই মন্দিরে নারায়ণ বা বিষ্ণু নিজে দাঁড়িয়ে থেকে বিবাহ দিয়েছিলেন হর-গৌরীর। সেখানেই প্রথমবার বিয়ে করেন বিশাল-বিনীতা। তারপর দ্বিতীয় বার বিনীতা বিশালকেই বিয়ে করলেন বৃন্দাবনের লোটাস টেম্পলে। পুরোহিতের নির্দেশে হল তাঁদের কণ্ঠীবদল। শুধু তাই নয়, তাঁদের গায়ে হলুদ হয়েছে নদীবক্ষে। সকালে কণ্ঠীবদল করার পর গোধূলী লগ্নে বৈদিক মতে চার হাত এক হয়। নভেম্বরে আবার সারবেন তৃতীয় বিয়ে, সেটাও কোনও ধর্মীয় স্থানেই উদযাপন করবেন।
আরও পড়ুন: অহনার প্রেগন্যান্সি ক্রেভিং মেটাতে জ্বর থেকে উঠেই বিরিয়ানি রান্না করলেন বর দীপঙ্কর!
প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে সিটি সিনেমার কাছে মুখ খোলেন বিনীতা। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার কাছে মেমবউ-এর পর অনেক কাজ আসে। আমার তিন বছরের ভালোবাসা। তার একটা বিচ্ছির শেষ হল। ওর পরিবার থেকে বিয়ে ঠিক করল। আমার মন ভেঙে দিল। বাজে ভাবে ঠকাল। তিন বছর ধরে এত ভালো সম্পর্ক, আমার সঙ্গে শুধু নয় আমার পরিবারের সঙ্গে। কথা ছিল মেম বউ শেষ হলেই আমরা বিয়ে করব। হঠাৎ করেই, সিরিয়াল চলতে চলতেই আমাকে হঠাৎ করে ওর একটা বন্ধু বলল, তোর প্রেমিকার বিয়ে পরের সপ্তাহে। আমার মনে হল, আমাদের এতদিনের সম্পর্ক। আমাকে একবার নিজে জানাল না!’ তারপরই কলকাতা ছেড়ে চলে যান নায়িকা।