জি বাংলার জনপ্রিয় মেগা 'তুই আমার হিরো'। এখন মেগায় টান টান উত্তেজনা। এতদিন আরশি ও শাক্যজিৎ জানত তাদের মিথ্যে বিয়ে হয়েছে। কিন্তু এবার সব সত্যি সামনে এসেছে। প্রকাশ্যে এসেছে যে, শাক্যজিৎ আবির নয়, বরং সিঁদুরই পরিয়েই বিয়ে করেছিল আরশিকে। আর এই টানাপোড়েনের মাঝেই মুখ বদল একটি গুরুত্বপূর্ণ চরিত্রের! জানেন কোন চরিত্র?
ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র 'মধুবনী'। মেগায় 'মধুবনী' পেশায় একজন নায়িকা। শুধু তাই নয়। মেগার 'হিরো' শাক্যজিতের প্রেমিকাও। 'মধুবনী'র সঙ্গে আরশির টক্কর দর্শকদের অন্য উন্মাদনা দেয়। কিন্ত এবার সেই 'মধুবনী'র মুখবদল হল।
আরও পড়ুন: প্রকাশ্যে এল রূপসা মুখোপাধ্যায়ের নতুন ছবি 'দানব'-এর পোস্টার! নায়ক কে জানেন? দেখে নিন বিস্তারিত
ধারাবাহিকে 'মধুবনী'র ভূমিকায় আগে দেখা যেত ঋতুপর্ণা দত্তকে। কিন্তু এবার 'মধুবনী'র ভূমিকায় আর তাঁকে দেখা যাবে না। তাঁর পরিবর্তে এবার এই চরিত্রে দেখা যাবে শার্লি মোদককে।
'ফুলকি'কে খলনায়িকার ভূমিকায় তাঁকে দেখেছেন দর্শকরা। খলনায়িকা হয়েও তাঁর অভিনয়ের গুনে সকলের মনজয় করে নিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এই ধারাবাহিকের নায়ক 'রোহিত' থুড়ি অভিষেক বসুর সঙ্গে বিয়েও সেরেছেন অভিনেত্রী। আর তারপরই ফের খলনায়িকার ভূমিকায় ধরা দিলেন 'তুই আমার হিরো' ধারাবাহিকে।
আরও পড়ুন: অহনার প্রেগন্যান্সি ক্রেভিং মেটাতে জ্বর থেকে উঠেই বিরিয়ানি রান্না করলেন বর দীপঙ্কর!
এই মেগায় তাঁকে 'মধুবনী'র ভূমিকায় দেখতে পাবেন দর্শকরা। বুধবার প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো সেখানেই দেখা গিয়েছে শার্লিকে। প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে 'শাক্যজিত'কে চা দেওয়ার জন্য আরশি তার ঘরে পৌঁছলে মুখ মুখোশ পরা এক মহিলা, তার মুখ থেকে মুখোশ খুলতে খুলতে বলছে, 'নতুন মধুবনীকে দেখে ভয় পেলে নাকি?' তারপরই শার্লি থুড়ি পর্দার 'মধুবনী' কে বলতে শোনা যায়, ‘নতুন মধুবনী কিন্তু অনেক বেশি কঠিন, অনেক বেশি নির্মম। পারবে তো সামলাতে?’ তারপর আরশিকে বলতে শোনা যায়, আমি খুব সাধারণ মেয়ে ম্যাডাম কিন্তু বজরংবলী সহায় থাকলে কাউকে ভয় পাই না, সিমেনার হিরোইনকেও না।'
মেগার প্রোমো প্রকাশ্যে আসতেই নানা মন্তব্য ভরে দিয়েছেন অনুরাগীদের। একজন লিখেছেন, 'শার্লি এই চরিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারবে'। আর একজন 'ফুলকি'-এর প্রসঙ্গ টেনে লেখেন, ‘ফুলকির সঙ্গে টক্করে না পেরে অবশেষে এই বাচ্চার কাছে আসতে হল।’ আর একজন লেখেন, ‘আমি তো এটাই চেয়েছিলাম।মধুবনী চরিত্রে শার্লিদিকে।’ আর এক নেটিজেন মন্তব্য করেন, ‘যেখানে সবাই সাইড রোল থেকে লিড রোলে যাই তে যায়। সেখানে শার্লি কিনা লিড থেকে সাইডে।’