এবার জুটিতে আসছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় ও পিয়ার খান, পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ‘দানব’-এ৷ থ্রিলারের মোড়কে বড় পর্দায় আসছে এই ছবি৷ সম্প্রতি হয়ে গেল ছবির গ্র্যান্ড পোস্টার লঞ্চ ইভেন্ট।
সোমবার ছিল ছবির পোস্টার লঞ্চ ইভেন্ট। এই অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির নায়িকা রূপসা মুখোপাধ্যায়। এদিন তাঁকে গোলাপি রঙের সিফনের শাড়ি ও স্লেফ সুতোর কাজ করা সাদা ফ্লু স্লিভ ব্লাউজ। গলায় ক্রিস্টালের চোকার ও কানে ছোট ছোট ক্রিস্টালের দুলে সেজে উঠেছিলেন নায়িকা। মাথায় খোঁপা বেঁধে, হালকা মেকআপে বেশ দেখাচ্ছিল তাঁকে। তাছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সমিধ মুখোপাধ্যায়।
আরও পড়ুন: সিরিজের নতুন হ্যারি পটার, রন ও হারমায়োনি কে হল জানেন? ডাম্বলডোর থেকে স্নেইপ হবেন কারা? দেখে নিন ছবি
এই ছবিতে একজন নার্সের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়কে। অন্যদিকে, নবাগত পিয়ার খানকে দেখা যাবে একজন মর্গের ডোমের চরিত্রে। ছবিতে তাঁরা ছাড়া থাকছেন খরাজ মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সোম ও হিয়া রায় প্রমুখ। ছবিতে ‘উমা’ চরিত্রে দেখা যাবে রূপসা মুখোপাধ্যায়কে, অন্যদিকে ‘শিবা’ চরিত্রে দেখা যাবে পিয়ার খানকে।
‘দানব’-এর গল্প কী?
‘শিবা’র জীবনের একমাত্র ভালোবাসার মানুষ ‘উমা’। 'শিবা' মর্গে ডোমের কাজ করে, হঠাৎ ভাগ্যের পরিহাসে মর্গে নিজের প্রানের প্রিয় ভালোবাসার মানুষ ‘উমা’র মৃতদেহ আসে পোস্টমর্টেমের জন্য। তা দেখে স্বাভাবিক ভাবেই মুষড়ে পড়ে সে। তা দেখে অস্থির হয়ে ওঠে 'শিবা'র মন। কিন্তু এই পরিস্থিতিতে সে কী করবে বুঝে উঠতে পারে না। অন্যদিকে, পরের দিন সকালে খবর ছড়িয়ে পরে পড়ে মর্গে একটি মৃতদেহকে নৃশংস ভাবে শারীরিক নির্যাতন করা হয়। এরপর গল্প কোন দিকে মোড় নেবে? তার উত্তর দিতেই আসছে ‘দানব’। নির্মাতারা জানিয়েছেন এই গল্প সত্য ঘটনা অবলম্বনে।
আরও পড়ুন: অহনার প্রেগন্যান্সি ক্রেভিং মেটাতে জ্বর থেকে উঠেই বিরিয়ানি রান্না করলেন বর দীপঙ্কর!
ছবি প্রসঙ্গে পরিচালক আতিউল ইসলাম বলেন, ‘এই ছবিতে কঠিন বাস্তবকে দেখানো হবে। বর্তমান পরিস্থিতিতে মানুষ কতটা নৃশংস, সেটা উঠে আসবে এই ছবিতে। একজন মানুষ তার ভালোবাসার মানুষের জন্য কতটা বলিদান দিতে পারে সেই ছবি উঠে আসবে এই সিনেমায়।'
ছবিতে বেশ কয়েকটি গান থাকবে। ছবিটি মুক্তি পেতে চলেছে ‘মোহনা ফিল্মস’-এর ব্যানারে৷ ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। চলতি বছরেই ছবিটি মুক্তির কথা রয়েছে।